গল্পের মোড়কে মোড়কে চমক। ইন্দু’-তে বিয়ে আর ‘ইন্দু ২’-তে বিধবা নায়িকা। প্রকাশ্যে এল ইশা সাহা অভিনীত ওয়েব সিরিজের নতুন প্রোমো। ২০ জানুয়ারি ওটিটিতে আসছে ওয়েব সিরিজ ইন্দু সিজন ২।
ইতিমধ্যেই যে প্রোমো প্রকাশ্যে এসেছে, সেখানে চমক হিসেবে রয়েছে ইন্দুর বৈধব্য। এর আগের সিরিজেই দেখানো হয়েছিল, সদ্য বিয়ে হয়েছে ইন্দুর। তার বিয়ের সকাল থেকেই শুরু হয়েছিল গল্প। কিন্তু বিয়ের কিছুদিন যেতে না যেতেই বিধবার বেশে ইন্দু। সাদা শাড়িতে ইশার লুক ট্রেলারে চমক তো বটেই ।
প্রসঙ্গত, ২০২১এর অক্টোবরে ওটিটিতে মুক্তি পেয়েছিল ওয়েব সিরিজ ইন্দু সিজন ১। প্রথম সিজনে শেষ হয়নি ইন্দুর গল্প। সেই অসমাপ্ত গল্প নিয়েই আবার ওটিটিতে ফিরছে ইন্দু সিজন ২। বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে ইন্দু বুঝতে পারে সেখানে তার বিরুদ্ধে গভীর চক্রান্ত চলছে। কেউ তাঁকে খুন করতে চায়। কিন্তু সেই ঘটনার সমাধান হওয়ার আগেই শেষ হয়ে যায় ইন্দুর প্রথম সিজন। অবশেষে প্রায় দেড় বছর পর সেই গল্পের সমাপ্ত হবে সিজন ২ এ।
প্রথম সিজনটি পরিচালনা করেছিলেন সায়ন্তন ঘোষাল। এইবার তার বদলে এসেছেন অভিমন্যু মুখোপাধ্যায়। সিরিজটির স্রষ্টা সাহানা দত্ত।
ভিডিও সৌজন্যে- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।