একের পর এক পোশাক বিতর্কে জড়িয়ে পড়ছেন বলিউড তারকারা। কখনও রেড কার্পেটে, কখনও আবার বিশেষ অনুষ্ঠান কিংবা পার্টিতে। কোন পোশাক পরে দেখা যাবে তারকাদের, কোন পোশাকে কেমন লুকে তাঁদের ফ্রেমবন্দি করবেন পাপরাজিরা তা নিয়ে বেশ মাথা ব্যাথা থাকে অনেক তারকারই। বেশি খোলা পোশাক পরা যাবে না, একই পোশাক দুইবার পরা যাবে না, আর এর নচেত হলেই নেটিজেনদের তোপের শিকার হতে হয় তারকাদের।
জাহ্নবী কাপুর নামটা অপরিচিত নয় বর্তমান প্রজন্মের কাছে। বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নাম এটি। প্রায়ই বিটাউনে তাকে নিয়ে চর্চা চলে। কোনও না কোন কারণে চর্চায় থাকতে দেখা যায় তাকে।
ফের চরম ট্রোলের শিকার হলেন জাহ্নবী কাপুর। হট লুকে অভিনেত্রীকে দেখা গেলেও এই পোশাক যেন একটু বেশিই ফিটিং নেটিজেনদের নজরে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়া মাত্রই তা নজর কাড়ল সকলের। কারুর চোখে তা সুন্দর হলেও, নেট দুনিয়ায় অধিকাংশ পোস্টই তাঁকে পড়ালো পোশাক পছন্দের পাঠ।
সম্প্রতি এক পোশাকে দেখা গেল যা বেশ কিছুইটা উন্মুক্ত। অর্থাৎ শরীরে ওপরের অংশ বেশ খোলামেলা। তা দেখা মাত্রই একশ্রেণি তাঁকে কটাক্ষ করতে হাজির। কেউ বললেন, এই পোশাকে মোটেও আপনাকে মানাচ্ছে না। কেউ আবার প্রশ্ন তুললেন, কেন কেউ ছবিতে নিচ্ছেন না তাঁকে। জাহ্নবী কাপুর যদিও ট্রোল প্রসঙ্গে খুব একটা মুখ খোলেন না।
বর্তমানের অভিনেত্রী হিসেবে জাহ্নবী কাপুর নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ। তিনি প্রায়ই নিজের একাধিক ছবি ভিডিও শেয়ার করে থাকেন নেটমাধ্যমে। তার অনুরাগীর সংখ্যা নেহাতই কম নয়। জাহ্নবী কাপুরের সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই সেই ঝলক মিলবে। নিজের আসন্ন ছবির ঝলকও থেকে থেকেই তুলে ধরেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন