Home বিনোদন ‘সম্মানজনক মৃত্যু’র অধিকার দেওয়া নিয়ে কর্নাটক সরকারে সিদ্ধান্তকে সমর্থন কাজলের, সিনেমার বার্তার...

‘সম্মানজনক মৃত্যু’র অধিকার দেওয়া নিয়ে কর্নাটক সরকারে সিদ্ধান্তকে সমর্থন কাজলের, সিনেমার বার্তার সঙ্গে তুলনা

কাজল
কাজল

কর্ণাটক সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তকে স্বাগত জানালেন বলিউড অভিনেত্রী কাজল। যে সিদ্ধান্তে মরণাপন্ন রোগীদের ‘সম্মানজনক মৃত্যু’র অধিকার দেওয়া হয়েছে। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি সংবাদপত্রের কাটিং শেয়ার করে তিনি এই সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন।

কর্ণাটক সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই সিদ্ধান্ত নিয়েছে। কাজল মনে করেন, এটি ভারতে মানবিক চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

কাজল এই সিদ্ধান্তকে তাঁর ২০২২ সালের চলচ্চিত্র ‘সালাম ভেঙ্কি’-এর বার্তার সঙ্গে তুলনা করেছেন। ছবিতে এক মরণাপন্ন রোগীর সম্মানজনক মৃত্যুর অধিকার পাওয়ার জন্য আইনি লড়াইয়ের গল্প দেখানো হয়েছিল। বাস্তবের এই পরিবর্তন সেই গল্পের সঙ্গে মিলে যাচ্ছে বলে মনে করেন অভিনেত্রী।

এর আগে কাজল ইনস্টাগ্রামে তার ছেলে যুগ দেবগন এবং পোষ্য কুকুরের সঙ্গে একটি আদুরে মুহূর্তের ছবি শেয়ার করেন। পোস্টে তিনি তাদের পোষ্যর দ্বিতীয় জন্মদিন উদযাপন করেন এবং ক্যাপশনে লেখেন, “চারটি হাত, চারটি পা, আর এক বিশাল আলিঙ্গন… শুভ ২য় জন্মদিন আমার ডগি বেবি!”

কাজল এবং অজয় দেবগনের বিয়ে হয় ১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি, এক ঐতিহ্যবাহী মহারাষ্ট্রীয় রীতিতে। সেই সময় অনেকেই প্রশ্ন তুলেছিলেন কাজলের কেরিয়ারের শীর্ষ সময়ে বিয়ের সিদ্ধান্ত নিয়ে, তবে তিনি বরাবরই অভিনয় চালিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন।

২০০৩ সালের ২০ এপ্রিল কন্যা নাইসা এবং ২০১০ সালের ১৩ সেপ্টেম্বর পুত্র যুগকে স্বাগত কাজল-অজয়। কাজল প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তাদের পারিবারিক মুহূর্তের ছবি শেয়ার করেন, যা তার ভক্তদের ভালোবাসার কারণ হয়ে উঠেছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version