Home বিনোদন ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবি নিয়ে কী বললেন কঙ্গনা? রণবীরকে...

‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবি নিয়ে কী বললেন কঙ্গনা? রণবীরকে কী পরামর্শ দিলেন অভিনেত্রী?

২৮ জুলাই শুক্রবার অবশেষে মুক্তি পেয়েছে করণ জোহরের 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। মুক্তির দিনেই আলিয়া-রণবীরের ছবিটি দেখে ফেলেছেন বহু অনুরাগী। বলি সেলেবরা অবশ্য  করণ জোহরের উদ্যোগে দু’দিন আগেই ছবিটি দেখেছেন।

২৮ জুলাই শুক্রবার অবশেষে মুক্তি পেয়েছে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। মুক্তির দিনেই আলিয়া-রণবীরের ছবিটি দেখে ফেলেছেন বহু অনুরাগী। বলি সেলেবরা অবশ্য  করণ জোহরের উদ্যোগে দু’দিন আগেই ছবিটি দেখেছেন।

ছবি দেখে প্রশংসা করেছেন অনেকেই। কিন্তু করণের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ নিয়ে কী বলছেন কঙ্গনা। কঙ্গনা করণের ছবি নিয়ে সমালোচনা করবেন, সেটা আশাতীতই ছিল। আর সেটাই ঘটেছে। কিন্তু ঠিক কী বক্তব্য ‘কুইন’-এর? 

পড়ুন: ফের একসঙ্গে জুটি বেঁধেছেন পরমব্রত, রাইমা ও রুদ্রনীল, আসছে ‘হাওয়া বদল’-র সিক্যুয়েল

রণবীর সিংকেও আলাদা করে পরামর্শ দিয়েছেন কঙ্গনা। তার কথায়, ‘রণবীর সিং-এর প্রতি আমার আন্তরিক পরামর্শ, ওঁর উচিত করণ জোহরের  ড্রেসিং সেন্সের দ্বারা প্রভাবিত না হওয়া। ওর উচিত একজন সাধারণ মানুষের মতো পোশাক পরা, যেমন ধরমজি (ধর্মেন্দ্র) বা বিনোদ খান্নাজি তাঁদের নিত্যদিনের পোশাক পরেন। দক্ষিণের তারকাদের দেখ। তাঁরা নিজেদের কত সুন্দর ভাবে উপস্থাপিত করে। মানুষকে বোকা বানানো এত সহজ নয়। তাঁরা তাদের সংস্কৃতি এত সহজে ভুলতে পারবেন না। অন্তত, নিজেকে পুরুষ হিসেবে প্রমাণ তো করো। পোশাকটা ছেলেদের মতও পরো।‘

করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিকে টিভি সিরিয়াল বলে কটাক্ষ করেছেন কঙ্গনা। তাঁর কথায়, ‘ভারতীয় দর্শকরা পারমাণবিক অস্ত্রের উৎপত্তি এবং পরমাণু বিজ্ঞানের জটিলতার উপর ৩ ঘন্টার লম্বা ছবিও দেখে ফেলেছেন, এদিকে নেপো গ্যাংরা এখনও শাস-বহু সিরিয়াল বানাচ্ছেন। এটা বানাতে ২৫০ কোটি টাকা লাগে? এই সিরিয়ালটার জন্য?’

কঙ্গনা বলেন, ‘করণ জোহরের এই ছবির নাম উচ্চারণ করতেও লজ্জা হচ্ছে। নিজেকে আবার ভারতীয় সিনেমার পতাকাবাহী বলেন, আসলেই সিনে-দুনিয়াকে পিছনের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। টাকা নষ্ট করবেন না, এটা সিনেমার দুনিয়ার জন্য বিশেষ ভালো সময় নয়। আপনি বরং এখন অবসর নিন, তরুণ সিনেমা নির্মাতাদের ভালো কিছু বৈপ্লবিক ছবি তৈরি করতে দিন।’

ভিডিও- ইন্সটাগ্রাম

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version