ঋষভ শেট্টির বহুল প্রতীক্ষিত ছবি ‘কান্তারা: চ্যাপ্টার ১’ মুক্তির পর প্রথম সপ্তাহেই বক্স অফিসে ঝড় তুলেছে। ২ অক্টোবর মুক্তিপ্রাপ্ত এই সিনেমা ইতিমধ্যেই বিশ্বব্যাপী ৫০৯.২৫ কোটি টাকার ব্যবসা করেছে।
হোম্বালে ফিল্মস (Hombale Films) প্রযোজিত এবং ঋষভ শেট্টি পরিচালিত ও অভিনীত এই ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। মুক্তির পর থেকেই প্রশংসায় ভাসছে পরিচালক ও অভিনেতার পারফরম্যান্স, গল্পের গভীরতা এবং ভিজ্যুয়াল উপস্থাপনা।
ভাষাভিত্তিক আয় ও জনপ্রিয়তা
মূলত কন্নড় ভাষায় নির্মিত এই সিনেমা এখন সত্যিকারের প্যান-ইন্ডিয়া ব্লকবাস্টার।
- হিন্দি ভার্সন একাই দেশে আয় করেছে ₹১০০ কোটি (নেট)।
- তেলুগু ভার্সন আয় করেছে ₹৬০ কোটিরও বেশি।
- তামিল ও মালায়ালম ভার্সন প্রতিটি ₹২০ কোটিরও বেশি আয় করেছে।
অভিনয়, চিত্রনাট্য ও সংগীতে প্রশংসার ঝড়
ঋষভ শেট্টির পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রুক্মিণী বসন্ত, গুলশন দেবাইয়া এবং জয়ারাম। ছবির সিনেমাটোগ্রাফি করেছেন অরবিন্দ কাশ্যপ, যিনি ভিজ্যুয়াল টোন এবং লোকজ পরিবেশ ফুটিয়ে তুলেছেন অনবদ্যভাবে। পটভূমির সঙ্গীত দিয়েছেন বি. আজনীশ লোকনাথ, যিনি আগের পর্ব কান্তারা (২০২২)-এর মতোই মনোমুগ্ধকর আবহ তৈরি করেছেন।
আইএমডিবি র্যাঙ্কিংয়ে উত্থান
‘কান্তারা: চ্যাপ্টার ১’-এর সাফল্যের জেরে IMDb-র সর্বশেষ র্যাঙ্কিংয়ে তারকাদের অবস্থানেও বড়সড় পরিবর্তন হয়েছে—
- ঋষভ শেট্টি ৭৫তম স্থান থেকে উঠে এসেছেন ৩ নম্বরে।
- রুক্মিণী বসন্ত ৩৭ থেকে উঠে ৫ নম্বরে।
- গুলশন দেবাইয়া, ছবির ভিলেন চরিত্রে অভিনয় করে, ২১৩ থেকে ২২ নম্বরে।
আগামীতে আসছে ‘কান্তারা: চ্যাপ্টার ২’
প্রযোজক বিজয় কিরাগান্দুর বলেন,“এই সাফল্য আমাদের উৎসাহ দিয়েছে পরবর্তী অধ্যায় ‘কান্তারা: চ্যাপ্টার ২’ নিয়ে আরও বড় পরিসরে কাজ করার।”
আরও পড়ুন: সলমনের সহ-অভিনেতা ভারতের প্রথম নিরামিষ বডিবিল্ডার বরিন্দর ঘুমান প্রয়াত, হৃদরোগে মৃত্যু ৪২ বছর বয়সে