ফুড ডেলিভারি রাইডারের বেশে ভুবনেশ্বরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন কপিল শর্মা। তাঁকে সরাসরি দেখতে পাচ্ছেন অনুগামীরা। তাহলে কী সত্যিই এই পেশা বেছে নিলেন কপিল। এই নিয়ে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মনে।
পরিচালক নন্দিতা দাসের নতুন ছবিতে একজন ফুড ডেলিভারি রাইডারের ভূমিকায় অভিনয় করছেন কপিল। শেষ হয়েছে ছবির শ্যুটিং। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কপিলের একটি ছবি। একজন খাদ্য সরবরাহকারী কর্মী, যিনি জীবনের সমস্ত বাধা অতিক্রম করে প্রতিটি খাবারের অর্ডার সরবরাহ করে চলেছেন।
কপিল নিজেই তাঁর চরিত্রের সংক্ষিপ্ত চরিত্রের বর্ণনা-সহ পোস্টারটি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। তিনি লিখেছেন, “মানসের সঙ্গে দেখা করুন। সামনের রাস্তায় যতই বাধা আসুক না কেন, একেবারে সময়ে খাবার পৌঁছে দেবে সে।
প্রতিমার ভূমিকায় অভিনয় করেছেন শাহানা গোস্বামী এই ছবিতে। তিনি একজন দক্ষ দর্জির ভূমিকায় অভিনয় করতে চলেছেন।
১ মার্চ ছবিটির ট্রেলার মুক্তি পাবে। আগামী ১৭ মার্চ সিনেমা হলে আসবে ‘ জিগ্যাটো (Zwigato)’।
ভিডিও- ইন্সটাগ্রাম।
বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।