বলিউডে নতুন মুখের ঝড় উঠেছে বেশ কয়েকদিন হল। তিন-চার বছর ধরেই একের পর এক নতুন মুখ ক্রমেই প্রকাশ্যে উঠে আসছে সকলের সামনে। তবে কৌতূহলের বিষয় কেবল এটাই নয়, নতুন জুটিকে ঘিরেও দর্শক মহলে জল্পনা থাকে তুঙ্গে।
করণ জোহরের আগামী ছবিতে দেখা যাবে ভিকি কৌশলকে। বলিউডের সূত্র মারফৎ এমনটাই খবর। একাধিক ছবিতে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন ভিকি।
করণ সদ্য তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লেখেন, ‘একটি ছবি যা বিভিন্ন কারণে আমার হৃদয়ের খুবই কাছাকাছি। ভিকি কৌশলের সঙ্গে যুক্ত হয়ে আমি খুবই রোমাঞ্চিত। শুধু শিল্পী হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও আমি তাঁর প্রশংসা করি। আবার তাঁকে পরিচালানার কথা লেখেন করণ। সঙ্গে লেখেন, তাঁদের শেষ প্রোজেক্ট লাস্ট স্টোরিজ বেশ বিস্ফোরণ এনেছিল।‘
প্রথমবারের মতো এইবারও তাঁরা দর্শকদের ভালো কিছু উপহার দিতে চলেছেন, এমনই প্রকাশ পায় করণের টুইটে। সে যাই হোক, ফের জুটি বাঁধতে চলেছেন করণ ও ভিকি।
পড়ুন: তৃণা ও নীল এই প্রথম বড়পর্দায় জুটি বেঁধেছেন, ছবির পরিচালক কে?
অন্যদিকে ভিকি কৌশলও এখন বলিউডের অন্যতম আকর্ষণের জায়গা, কয়েক বছরের মধ্যেই তার ফ্যানের সংখ্যা ক্রমেই উর্দ্ধমুখী। তার পরবর্তি ছবির ঘোষণার দিকেই এখন তাকিয়ে ভক্তরা।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন