ফের একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন করণ জোহর ও আলিয়া ভাট। শোনা যাচ্ছে, করণ জোহরের প্রযোজনায় আগামী ছবিতে অভিনয় করবেন আলিয়া।
শোনা যাচ্ছে, শীঘ্রই অ্যাকশন করবেন নায়িকা। প্রকাশ্যে এল এমন খবর। আর এবারও তাঁর সঙ্গে থাকছেন করণ জোহর। পরবর্তী ছবিতে আলিয়া নামজাদা পরিচালক ভসন বালার সঙ্গে জুটি বাঁধবেন।
পড়ুন: ‘প্রজেক্ট কে’ ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এল, কটাক্ষের মুখে দীপিকা
তবে এখনও পর্যন্ত এই ছবির কাজ প্রাথমিক স্তরে রয়েছে। ছবিতে নায়কের ভূমিকায় কে থাকবে কিংবা ছবির বাকী চরিত্রে কাদের নেওয়া হবে। সেই বিষয়ে কিছুই খোলসা করে জানাননি ছবি নির্মাতারা।
আগামী সপ্তাহে মুক্তি পাবে রকি অউর রানি কি প্রেম কাহিনি। ছবিতে নজর কাড়তে চলেছে আলিয়া ও রণবীর সিং-র রোম্যান্স। ছবিতে থাকছেন একাধিক টলিউড স্টার। টোটা ও চূর্ণিকে দেখা যাবে ছবিতে।
করণের পরিচালনায় ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ দিয়েই আলিয়ার বলিউডে পা রেখেছিলেন। ইন্ডাস্ট্রিতে করণকে নিজের শিক্ষক ও অভিভাবক মনে করেন আলিয়া।
২০১৫-তে ‘শানদার’ছবিতে প্রথম দেখা গিয়েছিল শাহিদ-আলিয়ার জুটি। তবে বিকাশ বহেল পরিচালিত ওই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। শুধু তাই নয়, ২০১৫-এর সবচেয়ে ফ্লপ ছবির আখ্যাও দেওয়া হয়েছিল ছবিটিকে।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us