Home খবর কলকাতা ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবি কিউবার ‘টু দ্য ওয়েস্ট ইন...

৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবি কিউবার ‘টু দ্য ওয়েস্ট ইন জাপ্টা’, গৌতম ঘোষকে আজীবন সম্মাননা

৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঘোষিত পুরস্কার তালিকায় আরও স্থান পেয়েছে শ্রীলঙ্কা, ক্রোয়েশিয়া ও ভারতের একাধিক চলচ্চিত্র।

শ্রীলঙ্কার ললিত রথনায়কের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী।

খবর অনলাইন ডেস্ক: ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) পর্দা নামল বৃহস্পতিবার। এবারের উৎসবে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে ‘ইনোভেশন ইন মুভিং ইমেজেস’ শাখায় সেরা চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার পুরস্কার জিতে নিল কিউবার পরিচালক ডেভিড বিম-এর (David Bim) ছবি ‘টু দ্য ওয়েস্ট ইন জাপ্টা’ (To the West in Zapata)।

একই বিভাগে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন শ্রীলঙ্কার ললিত রথনায়কে (Lalith Rathnayake), তাঁর চলচ্চিত্র ‘রিভারস্টোন’-এর (Riverstone) জন্য। অন্য দিকে ক্রোয়েশিয়ার ইভোনা জুকা (Ivona Juka) পরিচালিত ‘বিউটিফুল ইভিনিং, বিউটিফুল ডে’ (Beautiful Evening, Beautiful Day) ছবিটি পেয়েছে বিশেষ জুরি পুরস্কার।

‘টু দ্য ওয়েস্ট ইন জাপ্টা’ ছবিটি এ বছর আরও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে — আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক সংঘ ‘ফিপ্রেসকি’ (FIPRESCI) পুরস্কার।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল গৌতম ঘোষকে আজীবন সম্মাননা (Lifetime Achievement Award) প্রদান, যা এই বছর ‘ফিপ্রেসকি’-র শতবর্ষ উদ্‌যাপনের অংশ হিসেবে দেওয়া হয়। ‘পার’, ‘পদ্মানদীর মাঝি’, ‘কালবেলা’, ‘মনের মানুষ’, ‘রাঘীর’ ও ‘অন্তর্জলি যাত্রা’-র মতো কালজয়ী ছবির পরিচালক হিসেবে গৌতম ঘোষ আন্তর্জাতিক ভাবে সমাদৃত।

ভারতীয় বিভাগে সেরা তথ্যচিত্রের পুরস্কার পেয়েছে জয়দীপ ব্যানার্জি পরিচালিত ‘বিজয়ী যাপনের পাঠকথা’। বাংলা প্যানোরামা বিভাগে চন্দ্রাশিস রায় পরিচালিত ‘পড়শি’’ সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে। এ ছাড়া ‘নেটপ্যাক’ (NETPAC) বিভাগে শিবরঞ্জিনীর ‘ভিক্টোরিয়া’ (Victoria) ছবিটি সেরা ভারতীয় চলচ্চিত্রের সম্মান পেয়েছে।

বক্তৃতা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে হঠাৎ হাজির তিনি।  

মুখ্যমন্ত্রীর হঠাৎ উপস্থিতি

সমাপনী অনুষ্ঠানে সকলকে চমকে দিয়ে হঠাৎ উপস্থিত হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্র সদন চত্বরে আয়োজিত এই জাঁকজমকপূর্ণ সমাপ্তি অনুষ্ঠানে তিনি বলেন, “হলিউড-বলিউডের মতো সম্পদ হয়তো আমাদের নেই, কিন্তু কলকাতা দেশের সাংস্কৃতিক রাজধানী। বিনিয়োগ বাড়লে বাংলা সিনেমাও আরও উচ্চতায় পৌঁছোবে।”

তিনি চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজকদের পশ্চিমবঙ্গে আসার আহ্বান জানিয়ে বলেন, “বাঙালির প্রতিভার কোনো অভাব নেই। আমরা সংস্কৃতির ক্ষেত্রে অগ্রগামী।”

৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবারও প্রমাণ করল, বাংলা এবং কলকাতা আজও বিশ্ব সিনেমার মানচিত্রে এক অনন্য জায়গা ধরে রেখেছে।

ছবি: রাজীব বসু

আরও পড়ুন

কলকাতায় শুরু হয়েছে চলচ্চিত্র উৎসব, চলবে ১৩ নভেম্বর পর্যন্ত, দেখানো হবে ২১৫টি ছবি 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version