মহালয়া মানেই মহিষাসুরমর্দিনী৷ মহালয়ার ভোরের সঙ্গে একাত্ম হয়ে যাওয়া নাম বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র৷ ‘আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জীর, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা; প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা৷’
দেবীপক্ষের সূচনা লগ্নে এইবার থাকছে নয়া চমক। বড়পর্দায় তাঁর বলিষ্ঠ অভিনয়ের দক্ষতা দিয়ে হাজার হাজার দর্শকের মন জয় করেছেন। ২০২৩-এর দূর্গাপূজোয় মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে কোয়েল মল্লিককে।
পড়ুন: সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষের শিকার সৃজলা, কী ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী?
প্রকাশ্যে এল মহিষাসুরমর্দিনী রূপে কোয়েলের প্রথম লুক। চ্যানেলের তরফে প্রকাশ করা হয়েছে এক প্রোমোও। মাথা ভর্তি সিঁদুর। লাল শাড়িতে শরীর ঢাকা অলঙ্কারে। খোলা চুলে তিনি মোহময়ী। তাঁকে দেখে মুখ থেকে কথা সরছে না অনুরাগীদের।
২০২১ সালেও দুর্গারূপে দেখা গেছিল কোয়েলকে। এইবার তাঁর আবারও দূর্গারূপে হাজির হওয়ার কথা শুনে সোশ্যাল মিডিয়ায় কম ট্রোলিং হয়নি। তাঁর বয়স নিয়েও উড়ে এসেছে নানা কটাক্ষ। তবে সব কিছুকেই যেন কার্যত চুপ করিয়ে দিয়েছে তাঁর এই অসাধারণ লুক। মহালয়ার দিন ভোর ৫ টায় সংশ্লিষ্ট চ্যানেলে অনুষ্ঠিত হবে তাঁর এই মহালয়া।
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন