টলিউডের সবচেয়ে হিট জুটির কথা বললে তালিকায় নাম আসবে জিৎ আর কোয়েল মল্লিকের। তারা দু’জনে একে অপরের পরিপূরক হয়ে দাঁড়ান ইন্ডাস্ট্রিতে। কোয়েল মল্লিক স্টার কিড হলেও ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিতে তাকেও বেশ স্ট্রাগল করতে হয়। আর অন্যদিকে জিৎ দারুণ স্ট্রাগল করে আসেন অভিনয়ে।
দু’জনে একসাথে একাধিক ছবিতে কাজ করেছেন। আর তারফলে বেশ গাঢ় বন্ধুত্ব গড়ে ওঠে তাদের মধ্যে। অনস্ক্রিন প্রেমের প্রভাব পড়ে অফস্ক্রিনেও। তবে সেই প্রেমের রসায়ন বেশিদূর এগোয়নি। কিন্তু জিতের সম্পর্কে এক ভয়ঙ্ক্র মন্তব্য করে বসলেন কোয়েল।
পড়ুন: ফের বুর্জ খলিফায় দেখা যাবে ‘জওয়ান’-এর ট্রেলার, কবে মুক্তি পাবে ছবির ট্রেলার?
ইন্ডাস্ট্রিতে প্রায় বেশিরভাগ মানুষের বক্তব্য, অ্যাকশন দৃশ্যে যদি অভিনয় করতে হয় তবে জিৎ এর থেকে অনেককিছুই শিখতে হবে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কোয়েল জানান, জিৎ না কি ঘুমের মধ্যে ফাইট করতে পারেন? কোয়েল নিজেমুখেই এইকথা বলেন। অভিনেত্রীর কথায়, ‘ফাইট ওর ন্যাচারাল বিষয়। ঘুমের ঘোরে ও ফাইট করতে পারে। ওর ভেতর থেকে আসে ব্যাপারটা।‘
জিতের বক্তব্য, ‘এইকথা শোনার পরেই, জিৎ যেন একটু থমকে গেলেন। কোয়েল মনে হয় আমার সঙ্গে ঘুমিয়ে দেখেছিল। তাই, ও জানে আমি ঘুমের মধ্যে কী করি।‘
মজার ছলেই এইকথা বলেন জিৎ। আর সেটা শুনেই রেগে আগুন কোয়েল। সোজা অভিনেতাকে বেড়িয়ে যেতে বললেন ঘর থেকে।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন