এখন কেরিয়ার তাঁর মধ্যগগনে। বেশ কিছু প্রজেক্টে কাজ করছেন তিনি। ছোটপর্দা থেকে কেরিয়ার শুরু করার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রী মধুমিতা সরকারকে। ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী তাঁর পাকা জায়গা করে নিয়েছেন।
‘কুলের আচার’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন বিক্রম চট্টোপাধ্যায় ও মধুমিতা সরকার। পর্দায় তাঁদের রসায়ন বেশ পছন্দ করেছিল দর্শক। ফের একসঙ্গে দেখা দিলেন তাঁরা।
পরিচালক শিলাদিত্য মৌলিকের আগামী ছবি ‘কে প্রথম কাছে এসেছি’র শুটিং করতে অরুণাচল প্রদেশ গিয়েছিলেন তিনি। এই ছবির মাধ্যমে মধুমিতা আবারও জুটি বাঁধছেন বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে।
এছাড়া এই ছবিতে রয়েছেন দর্শনা বণিক। এই প্রথম ‘এসভিএফ’ প্রযোজনা সংস্থার বাইরে অন্য কোনও সংস্থার সঙ্গে কাজ করছেন নায়িকা।
পড়ুন: ‘জওয়ান’-র ভয়ে কাঁটা ‘সালার’-র পরিচালক প্রশান্ত নীল, পিছিয়ে গেল ছবি মুক্তির দিন
এই ছবিতে মধুমিতা শট দেওয়ার পাশাপাশি আরও অনেক কাজ করেছেন। কখনও সেট রং করেছেন তো কখনও বা আবার সেটের প্রপস তৈরিতে হাত লাগিয়েছেন। এর আগে মধুমিতাকে ক্যামেরার কাজের কারিকুরি শিখতেও দেখা গেছিল। রবিবার সেই কাজের কিছু ঝলকই নেটপাড়ায় ভাগ করে নিলেন অভিনেত্রী।
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us