অবশেষে প্রকাশ্যে এল দেবের ছবি নতুন নায়িকার মুখ। সম্প্রতি বাঘাযতীন ছবির জন্য লুক টেস্টে অংশ নিয়েছিলেন দেব ও সৃজা।
বহুদিন ধরে নতুন মুখের খোঁজ চালানোর পর বেছে নেওয়া হয় নায়িকাকে। এইবার সামনে এল ছবির চরিত্র লুক।
‘বাঘাযতীন’ ছবির জন্য নতুন অভিনেত্রী খুঁজছিলেন দেব। এমনকী, নতুন অভিনেত্রী খোঁজার জন্য অডিশনের ব্যবস্থাও করেছিলেন। কলেজে কলেজে গিয়ে খোঁজ চলছিল দেবের নতুন নায়িকার। স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখার্জির ভূমিকায় দেব ও যতীন্দ্রনাথ মুখার্জির স্ত্রী ইন্দুবালার চরিত্রের জন্য নবাগতা সৃজাকে নির্বাচন করা হয়েছে।
সূত্রের খবর, নায়িকার খোঁজ শেষ। ইঞ্জিনিয়ারিং কলেজ থেকেই নতুন অভিনেত্রীর খোঁজ পেয়েছেন দেব ও তাঁর টিম। শোনা যাচ্ছে, ইঞ্জিনিয়ারিং পড়ুয়া সৃজা দত্ত। ইতিমধ্যে তাঁকে নিয়ে শুরু হয়েছে ওয়ার্কশপও।
হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রীর পর দেবের প্রযোজনা সংস্থা দ্বিতীয় ঐতিহাসিক ছবি বানাচ্ছে। সেইক্ষেত্রে কোনও ত্রুটি না থাকে সেই চেষ্টা হচ্ছে। এই কারণেই পরিচালক অরূপ রায়ের উপর ভরসা রেখেছেন দেব।
ছবি সৌজন্যে- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।