Home বিনোদন কাঠমান্ডু কনসার্টে ভারতের পতাকা উড়িয়ে বিতর্কে পাকিস্তানি র‍্যাপার তলহা অঞ্জুম, কী বললেন...

কাঠমান্ডু কনসার্টে ভারতের পতাকা উড়িয়ে বিতর্কে পাকিস্তানি র‍্যাপার তলহা অঞ্জুম, কী বললেন তিনি?    

‘কৌন তলহা’ শিরোনামের তাঁর জনপ্রিয় ডিস ট্র্যাক পরিবেশনের সময় দর্শকের মধ্য থেকে এক ভক্ত হঠাৎ একটি ভারতীয় পতাকা মঞ্চের দিকে ছুড়ে দেন। অঞ্জুম সেটি হাতে নিয়ে প্রথমে দোলান এবং পরে আত্মবিশ্বাসের সঙ্গে কাঁধে জড়িয়ে নেন।

পাকিস্তানি র‍্যাপার তলহা অঞ্জুম। ছবি সমাজমাধ্যম থেকে নেওয়া।

খবর অনলাইন ডেস্ক: পাকিস্তানের জনপ্রিয় র‍্যাপার তলহা অঞ্জুম কাঠমান্ডুতে সাম্প্রতিক কনসার্টে ঘটে যাওয়া একটি ঘটনার কারণে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। তাঁর পরিবেশনার একটি মুহূর্ত মুহূর্তেই ভাইরাল হয়ে বিতর্কের সৃষ্টি করে।

‘কৌন তলহা’ শিরোনামের তাঁর জনপ্রিয় ডিস ট্র্যাক পরিবেশনের সময় দর্শকের মধ্য থেকে এক ভক্ত হঠাৎ একটি ভারতীয় পতাকা মঞ্চের দিকে ছুড়ে দেন। অঞ্জুম সেটি হাতে নিয়ে প্রথমে দোলান এবং পরে আত্মবিশ্বাসের সঙ্গে কাঁধে জড়িয়ে নেন।
এই দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই পাকিস্তানি নেটিজেনদের একাংশ তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

সমালোচকদের দাবি, মে মাসে পহেলগাম জঙ্গি হামলার পর চার দিনের যুদ্ধ এবং ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর কারণে দুই দেশের সম্পর্ক যখন চরম উত্তেজনাপূর্ণ, তখন পাকিস্তানি শিল্পীর এমন আচরণ ‘সংবেদনশীলতা ও দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়’।

এরই জেরে পাকিস্তানি শিল্পী ও তাদের কনটেন্ট স্পটিফাই, ইনস্টাগ্রাম ও ইউটিউব-সহ বিভিন্ন বড় প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ হওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

‘আমার শিল্পে কোনো সীমান্ত নেই’

বিতর্ক বাড়তেই তলহা অঞ্জুম সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি লেখেন, “আমার মনে ঘৃণার কোনো জায়গা নেই। আমার শিল্পে কোনো সীমান্ত নেই। ভারতের পতাকা উড়িয়ে যদি বিতর্কে পড়তে হয়, ঠিক আছে। আমি আবার করব। মিডিয়া, যুদ্ধে উস্কানি দেয় এমন সরকার এবং তাদের প্রচারকে কখনও গুরুত্ব দিইনি। উর্দু ভাষায় র‌্যাপে কোনও সীমানা নেই।”

তাঁর এই বক্তব্য যেমন সমালোচকদের আরও উত্তেজিত করেছে, তেমনি সমর্থকদের একটি অংশ শিল্পের স্বাধীনতাকে সমর্থন করে তাঁর পাশে দাঁড়িয়েছে।

নঈজির সঙ্গে দ্বন্দ্বের পটভূমি  

তলহা অঞ্জুম ও ভারতীয় গলি র‍্যাপার নঈজির (Naezy) মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত ২০২৪ সালের মাঝামাঝি। এক পডকাস্টে নঈজি পাকিস্তানি শিল্পীদের সঙ্গে সহযোগিতা প্রসঙ্গে ‘কৌন তলহা?’ বলে মন্তব্য করেন। তারই প্রেক্ষিতে অঞ্জুম তাতে প্রতিক্রিয়া জানান নিজের ডিস ট্র্যাক প্রকাশ করে। এর পর থেকেই দুই দেশের র‍্যাপপ্রেমীদের মধ্যে আলোচনার কেন্দ্রে রয়েছেন তাঁরা।

তবে সাম্প্রতিক পতাকা–বিতর্কের ঘটনা সাংস্কৃতিক সীমারেখা ছাড়িয়ে রাজনৈতিক আবহকেও নাড়া দিয়েছে। শিল্পীর বক্তব্যে পরিস্থিতি শান্ত হবে নাকি আরও বিতর্ক তৈরি করবে, সে দিকে এখন সবার নজর।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version