বিতর্ক যেন পিছু ছাড়ে না। একের পর এক তির্যক মন্তব্য। কখনও পোশাক নিয়ে বিতর্ক তো কখনও গানের সুর চুরির অভিযোগ।
শাহরুখ অভিনীত ‘পাঠান’ ছবির ‘বেশরম রং’ গানটি নিয়ে ফের সমস্যার সূত্রপাত। কিন্তু তাতে যে কিছুই যায় আসে না সে হাবেভাবে বুঝিয়ে দিল বি-টাউন।
তবে সব সমস্যাকে পিছনে রেখে সুখবর দিল ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ‘পাঠান’ ছবি সম্পর্কিত একটি পোস্ট করেছেন। তাঁর পোস্টে জানানো হয়েছে যে, আগামী ১০ জানুয়ারি ছবির ট্রেলার মুক্তি পাবে।
ছবি নির্মাতাদের এই খবরে বেশ উচ্ছসিত নেটমহল। প্রিয় নায়কের ছবির ট্রেলার লঞ্চ হতে যে আর বেশিদিন বাকী নেই। সেই আনন্দের সংবাদ পেয়ে নেটাগরিকরা কমেন্ট বক্সে তাদের মনের কথা উজার করে দিয়েছে।
আগামী ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘পাঠান’। হিন্দি ছাড়াও তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে এই ছবি।
সম্প্রতি পাকিস্তানি এক গায়ক নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নিজের গাওয়া গান পোস্ট করে দাবি করেছেন যে, তাঁর গানের সুর চুরি করে তৈরি হয়েছে পাঠান ছবির ‘বেশরম রং’ গানটি।
পাকস্তানি গায়ক সাজ্জাদ আলির বক্তব্য, ‘’তিনি কয়েকদিন আগে একটি গানের ভিডিও দেখছিলেন। সেই গানের সুরের সঙ্গে তাঁর নিজের বানানো ২৬ বছর আগের একটি গানের সঙ্গে মিল রয়েছে। সেই গানটি ২৬ বছর আগেই মুক্তি পায়। এরপরই তিনি নিজের গান ‘অব কে হম বিছরে’ গাইতে শুরু করেন।‘’
নেটিজেনরা সেই গানের সঙ্গে হালে মুক্তি পাওয়া ‘বেশরম রং’ গানের মিল খুঁজে পেয়েছেন। তাঁদেরও প্রায় অনেকেরই বক্তব্য, ‘অব কে হম বিছরে’ গানটির সঙ্গে মিল রয়েছে ‘বেশরম রং’ গানটির সুরে।
ছবি ও ভিডিও সৌজন্যে- ইন্সটাগ্রাম ও ইউটিউব।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।