Home বিনোদন ৮ চরিত্রের গল্প নিয়ে হাজির রাহুল, মুক্তি পেল ট্রেলার

৮ চরিত্রের গল্প নিয়ে হাজির রাহুল, মুক্তি পেল ট্রেলার

0

কথাতেই আছে, দিলখুশ তো সব খুশ!

মন ভালো রাখতে কে না চায়। তবে নানারকমের অধ্যায় থেকে মানুষের জীবনে  ওঠাপড়া লেগেই থাকে।

মানুষকে কিছু শেখাতে ও মন ভালো রাখতে শেখাবে রাহুল মুখোপাধ্যায়ের আগামী ছবি দিলখুশ।   

প্রযোজনা সংস্থা ‘শ্রী ভেঙ্কটেশ ফিল্মস’ তাঁদের ২০২৩ সালের প্রথম ছবির মুক্তি নিয়ে একেবারে তৈরি। রাহুল মুখোপাধ্যায়ের প্রেমের গল্প নিয়ে তৈরি ‘দিলখুশ’ আসছে খুব শীঘ্রই। মঙ্গলবার ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান হয়ে গেল।

বাওয়ালি রাজবাড়িতে আয়োজন করা হয়েছিল ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের। ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোহম মজুমদার মধুমিতা সরকার, খরাজ মুখোপাধ্যায় অপরাজিতা আঢ্য, অনসূয়া মজুমদার, পরাণ বন্দ্যোপাধ্যায়, উজান চট্টোপাধ্যায়, ঐশ্বর্য সেন ও অন্যান্য কলাকুশলীরাও।

ছবির পরিচালক রাহুল জানিয়েছেন, ‘প্রত্যেকদিন আমাদের জীবনে যা ঘটে বা আমরা যা দেখি সেখান থেকে ছোট টুকরো টুকরো গল্প নিয়েই এই ছবি। ৮ জন ভিন্ন ধারার মানুষ, জীবনের ভিন্ন ভিন্ন স্রোত থেকে আসা, বিষণ্ণতার এক সূত্রে মিলিত হবে। পরবর্তীকালে যাঁরা প্রেম-ভালোবাসা খুঁজে পাবে নিজেদের জীবনে। কিন্তু সব রূপকথার সঙ্গে আসে দুঃখ যা একজনকে বহন করতেই হয়। কিন্তু ছবির নামের মতোই ইতিবাচক প্রেম ও ভালোবাসার রেশ রেখে যাবে এই ছবি দর্শকদের মনে।’    

২০ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। দিলখুশ এই ছবি মানুষকে কতটা খুশ করতে পারে এখন এটাই দেখার অপেক্ষা।

ভিডিও সৌজন্যে- ইউটিউব।

বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version