প্রয়াত ‘পথের পাঁচালী’ ছায়াছবির বিখ্যাত দুর্গা চরিত্রে অভিনয় করা উমা দাশগুপ্ত। সোমবার সকাল ৮টা নাগাদ বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় আশি বছর। কয়েক বছর আগে তাঁর শরীরে ক্যানসার ধরা পড়ে। প্রাথমিক চিকিত্সায় কিছুটা সাড়া মিললেও, মারণরোগ আবার ফিরে আসে। শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মাত্র বারো বছর বয়সে সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি ‘পথের পাঁচালী’তে দুর্গা চরিত্রে অভিনয় করে উমা দাশগুপ্ত দর্শকদের মনে স্থান করে নেন। তাঁর সহজ-সাবলীল অভিনয় আজও বাঙালির স্মৃতিতে অমলিন। দুর্গার আনন্দ, দুঃখ আর জীবনের লড়াইয়ের চিত্রণ যে মনকে ছুঁয়ে যায়, তা উমার অভিনয়ের মাধুর্যে জীবন্ত হয়ে ওঠে।
‘পথের পাঁচালী’তে উমার অভিনয় শুধু প্রশংসিতই হয়নি, বরং বাঙালি সংস্কৃতির ইতিহাসে চিরস্থায়ী স্থান পেয়েছে। আজও চলচ্চিত্রপ্রেমীরা সেই উমা দাশগুপ্তের অভিনয়কে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তাঁর প্রয়াণে চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে।
আরও খবরের জন্য এখানে ক্লিক করুন