Homeবিনোদনপরিণীতি বাগদান সারলেন আপ নেতা রাঘবের সঙ্গে, গোপন ছবি শেয়ার করে বিপাকে...

পরিণীতি বাগদান সারলেন আপ নেতা রাঘবের সঙ্গে, গোপন ছবি শেয়ার করে বিপাকে দু’জনে

প্রকাশিত

২০২২ সাল তেমন ভালো কাটেনি পরিণীতি চোপড়ার। অভিনেত্রীর একটি ছবি ‘কোড নেম তিরঙ্গা’ হারিয়ে গেছে ব্যর্থ ছবির ভিড়ে। অন্য ছবি ‘উঁচায়ি’ বক্স অফিসে মুখ থুবড়ে না পড়লেও তেমন প্রশংসা অর্জন করতে পারেনি। তবে ২০২৩ সালের শুরুটা ভালো খবর দিয়েই শুরু করেছেন পরিণীতি। 

গত শনিবার পরিণীতি বাগদান সেরেছেন আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে। এতদিন প্রেম নিয়ে নীরব থাকলেও কতটা প্রেমে তিনি মজে আছেন তা শেয়ার করলেন ভক্তদের সঙ্গে। দিল্লির সরকারি আবাসনেই পরিবার ও বন্ধু-বান্ধবদের নিয়ে আংটিবদল করলেন পরিণীতি। গত শনিবার সকাল থেকেই এই যুগলের বাগদানের পর্ব নিয়ে ছিল চর্চা। কখন শুরু হবে অনুষ্ঠান। কারা থাকবেন সেই অনুষ্ঠানে। কী কী হবে সেখানে?

দিল্লিতে আপ সাংসদ রাঘব চাড্ডার বাসভবন কাপুরথালা হাউসে আয়োজন করা হয়েছিল তাঁদের বাগদানের অনুষ্ঠান। বাগদান পর্ব শেষে মিডিয়ার সামনে এসে ছবি তুলেছিলেন তাঁরা।

রাঘব-পরিণীতির আংটি বদলের অনুষ্ঠানের থিম ছিল সাদা। গোটা ভবনের অন্দর সেজে উঠেছিল সাদা রঙে। 

কিন্তু এতকিছুর মধ্যে তাঁদের দু’জনের গোপন ছবি ইতিমধ্যেই ভাইরাল নেটদুনিয়ায়। আর সেই ছবি নিয়েই শুরু হয়েছে যত গন্ডগোল।

কী এমন ছবি সামনে এসেছে, যা নিয়ে চলছে আলোচনা? ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে আদরে একে অপরকে জড়িয়ে ধরছেন,হঠাৎই দু’জনের ঠোঁটে ঠোঁট।

এর পরেই অনেকের প্রশ্ন, “পরিবারের বড়দের উপস্থিতিতে এই পাশ্চাত্য সংস্কৃতি অনুসরণ করা কতটা উচিত?” যদিও রাঘব-পরিণীতির পাশেও দাঁড়িয়েছেন কেউ কেউ। তাঁদের পাল্টা বক্তব্য, ‘রাজনীতিবিদ বলে কি চুমু খাওয়ারও অধিকার নেই?’

পুরোপুরি পাঞ্জাবি স্টাইলে নাচ-গানের মাধ্যমে বাগদান সম্পন্ন হয়েছে পরিণীতি ও রাঘবের৷ অভিনেত্রী তাঁর ছবির ক্যাপশনে লিখেছেন, ‘সবকিছুর জন্য প্রার্থনায়, আমি হ্যাঁ বলেছি। ওয়াহে গুরুজি মেহের করন।’ আম আদমি পার্টির নেতাও লিখেছেন, ‘আমি যাই বলেছি, ও হ্যাঁ বলেছে। ওয়াহে গুরুজি মেহের করন।’

শনিবার রাতে দিল্লির কাপুরতলা হাউজে বসেছিল বাগদানের অনুষ্ঠান। হাজির ছিলেন প্রিয়াঙ্কা চোপড়াও। শুধুমাত্র পরিণীতির বিয়েতে অংশ নেবেন বলে তিনি হাজির হয়েছিলেন সেখানে। উড়ে এসেছিলেন বিদেশ থেকে। যদিও নিক জোনাস বা তাঁর মেয়ে মালতি মেরীকে দেখা যায়নি বাগদানে। ওইদিনই নিকের এক কনসার্ট ছিল, সম্ভবত সেই কারণেই আসা সম্ভব হয়নি তাঁর।

এছাড়া বাগদানের অনুষ্ঠানে হাজির ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, হাজির ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালও। দেখা গিয়েছিল ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্র। মণীশের ডিজাইন করা পোশাকেই সেজেছিলেন পরিণীতি।

ছবি ও ভিডিও- ইন্সটাগ্রাম 

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

ED সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে, অবৈধ বেটিং অ্যাপ প্রচারের অভিযোগ

অবৈধ বেটিং অ্যাপের প্রচারের অভিযোগে ইডির সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে। আগামী ১৬ সেপ্টেম্বর তাঁকে হাজিরা দিতে হবে। বলিউড, দক্ষিণী তারকার পর এবার টলিউডে আইনি ঝড়।

‘ওরা শুধু বাঁচতে চাইছে’ মুম্বইয়ের প্রতিবাদ মঞ্চে যোগ দিয়ে প্যালেস্টাইনের পক্ষে সরব স্বরা ভাস্কর

অভিনেত্রী স্বরা ভাস্কর মুম্বইয়ে প্যালেস্টাইন সমর্থনকারী বিক্ষোভে যোগ দিলেন। ইজরায়েলকে অভিযুক্ত করে বললেন, ‘প্যালেস্টাইনি জনগণ কেবল বাঁচতে চাইছে।’

প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার, ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও অমর

৯১ বছর বয়সে প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার। ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও দর্শকদের মনে অমলিন। থানের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।