রাজনীতির ময়দানের রঙিন মানুষ। আট থেকে আশি, তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তবে এইবার সিনেমায় অভিনয় করতে দেখা যাবে রাজনীতির ময়দানের এই বর্ণময় মানুষটিকে। অভিনয়ের জগতে এইবার হাতেখড়ি করতে চলেছেন মদন মিত্র।
মদন মিত্রের সিনেমা যখন, তখন সেই ছবি নিয়ে দর্শকদের মধ্যে আলাদা একটা কৌতূহল যে থাকবেই, তা বলাই বাহুল্য। তা কোন সিনেমায় দেখা যাবে কামারহাটির কালারফুল বিধায়ককে?
সন্দীপ সাথী প্রযোজিত, সাথী ফিল্মস নিবেদিত হরনাথ চক্রবর্তীর পরিচালনায় তৈরি হচ্ছে মদন মিত্রের ছবি। ছবির নাম ওহ লাভলি। এই নামেই নাকি আসছে তাঁর প্রথম ছবি। ছবিতে দেখা যাবে মদন মিত্রকে। দুই চালকর মালিকের রেষারেষি নিয়ে আসছে ছবিটি।
ছবিতে একজন চালকর মালিকের ভূমিকায় দেখা মদন মিত্রকে। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন মদন মিত্র, ঋক, দেবযানী চট্টোপাধ্যায়, রাজনন্দিনী পাল, খরাজ মুখোপাধ্যায়, লাবণী সরকরা, দ্রোণ মুখোপাধ্যায়, কৌশিক ভট্টাচার্য, তপতি মুন্সী, বুদ্ধদেব ভট্টাতার্য, মৃন্ময় দাস সব আরও অনেকে। ছবি তৈরি করছেন হরনাথ চক্রবর্তী। ছবির নাম ওহ লাভলি। মদন মিত্র ডায়লগ দিয়েই ছবির নাম রেখেছেন পরিচালক।
পড়ুন: মহানায়ক উত্তম কুমারের জীবনের অজানা দিকগুলি সম্পর্কে জানেন? এই ৫ টি তথ্য জেনে নিন অভিনেতার সম্বন্ধে
পরিচালক হরনাথ চক্রবর্তীর কথায়, ‘এই ছবি সপরিবারে দেখার মতো একটা ছবি। ছবিতে সোশ্যাল মিডিয়া সেনসেশন মদন মিত্রকে প্রথমবার অভিনয় করতে দেখবে বাঙালি। অভিনয়ের ক্ষেত্রে বেশ বলিষ্ঠ ছাপ রেখেছেন তিনি এই ছবিতে। ব্যক্তি হিসেবে তাঁর যে আমেজ, সেই আমেজ বজায় রেখেই এই ছবিতে তাঁকে এক নতুন অবতারে দেখা যাবে।‘
কৌতূক রসে ডোবানো এই গল্পের কাহিনী। তবে চড়াই-উতরাইও রয়েছে। সঙ্গে একটু রোমাঞ্চ। নামেই গল্পের ইঙ্গিত। পাঁচমেশালির মতো মুচমুচে গল্প। তবে কবে থেকে এই ছবির শুটিং শুরু হবে সেই ব্যাপারে স্পষ্ট করে কিছু জানান নি ছবি নির্মাতারা।
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন