খবর অনলাইন ডেস্ক: ধর্মেন্দ্রের হাসপাতালে ভর্তি হওয়ার খবরের মাঝেই আরও একটি উদ্বেগের খবর। বলিউডের আর-এক জনপ্রিয় অভিনেতা প্রেম চোপড়া অসুস্থ। দীর্ঘ অভিনয়জীবনে দর্শকের মন-জয়-করা খলনায়ক বর্তমানে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, ৯২ বছর বয়সি এই অভিনেতা হৃদরোগ ও ভাইরাল সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হন। পরে তাঁর ফুসফুসে সংক্রমণও ধরা পড়ে।
তবে চিকিৎসকরা আশ্বস্ত করেছেন যে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। প্রেম চোপড়া আইসিইউতে নন, সাধারণ ওয়ার্ডেই রয়েছেন। চিকিৎসকদলটি জানিয়েছে, ‘‘প্রেম চোপড়াজি-কে দু’দিন আগে তাঁর পারিবারিক কার্ডিওলজিস্ট ড. নীতিন গোখলের তত্ত্বাবধানে ভর্তি করা হয়েছে। তাঁর হার্টের সমস্যা আছে এবং ভাইরাল সংক্রমণের সঙ্গে ফুসফুসে ইনফেকশন হয়েছে। তবে তিনি মোটেও সংকটজনক অবস্থায় নেই।’’
অভিনেতার জামাতা জানিয়েছেন, প্রেম চোপড়া ধীরে ধীরে সেরে উঠছেন এবং আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়পত্র পেতে পারেন। বয়সজনিত কারণে সুস্থ হতে কিছুটা সময় লাগছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
প্রেম চোপড়ার দীর্ঘ অভিনয়জীবনে উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘হালচাল’ (১৯৭১), ‘ববি’ (১৯৭৩) এবং ‘সৌতেন’ (১৯৮৩)। সম্প্রতি তাঁকে রণবীর কপূরের সিনেমা ‘অ্যানিমল’-এও (২০২৩) দেখা গিয়েছিল।
১৯৬৯ সালে প্রেম চোপড়া উমা মালহোত্রাকে বিবাহ করেন। তাঁদের তিন কন্যা — রকিতা, পুনিতা ও প্রেরণা চোপড়া। পরিবারের সবাই বর্তমানে তাঁর পাশে রয়েছেন। চিকিৎসকদল জানিয়েছে, তিনি শনিবার থেকে হাসপাতালে ভর্তি আছেন এবং দ্রুত সুস্থতার পথে এগোচ্ছেন।
প্রেম চোপড়া বলিউডের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে এখনও দর্শকের ভালোবাসা ও শ্রদ্ধা পেয়ে চলেছেন।
আরও পড়ুন
ধর্মেন্দ্র হাসপাতালে, হেমা মালিনী জানালেন পর্যবেক্ষণে রয়েছেন


