Home বিনোদন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কেন এই দায়িত্ব পেলেন? কী জানালেন কঙ্গনা?

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কেন এই দায়িত্ব পেলেন? কী জানালেন কঙ্গনা?

টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা যাবে নতুন ভূমিকায়। এতদিন নায়ক হিসেবে অনেক খ্যাতি অর্জন করেছেন। কিন্তু এইবার পরিচালকের খাতায় নামে লিখতে যাচ্ছেন। তবে ৯০-এর দশকের দিকে  ‘পুরুষোত্তম’ নামে একটি ছবির পরিচালনা করেছিলেন প্রসেনজিৎ।

0

টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা যাবে নতুন ভূমিকায়। এতদিন নায়ক হিসেবে অনেক খ্যাতি অর্জন করেছেন। কিন্তু এইবার পরিচালকের খাতায় নামে লিখতে যাচ্ছেন। তবে ৯০-এর দশকের দিকে  ‘পুরুষোত্তম’ নামে একটি ছবির পরিচালনা করেছিলেন প্রসেনজিৎ।

‘পুরুষোত্তম’ ছাড়াও ‘আমি সেই মেয়ে’ এই ছবির পরিচালনার দায়িত্বেও প্রসেনজিৎ ছিলেন। দুটি সিনেমাই সমালোচকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও সাফল্য পেয়েছিল। আবারও  অভিনেতা সেই অভিজ্ঞতার উপর ভর করে হিন্দিতে ছবি পরিচালনা করতে চলেছেন অভিনেতা।

এই খবরটি যদিও নতুন নয়। প্রসেনজিৎ বলেছিলেন, পুজোর পরে আনুষ্ঠানিক ঘোষণা করবেন। তবে তার আগেই অভিনেতার নতুন কাজ সংক্রান্ত খবর প্রকাশ্যে চলে এসেছে।

‘ফিল্মফেয়ার’ সূত্রে জানা গিয়েছে, প্রয়াত বাঙালি পরিচালক প্রদীপ সরকারের ড্রিম প্রোজেক্ট ‘নটি বিনোদিনী’ই পরিচালনা করতে পারেন প্রসেনজিৎ। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে নিয়ে বিনোদিনীর উপর ছবি বানানোর পরিকল্পনা করেছিলেন প্রদীপ সরকার। কিন্তু বিষয়টি এগোনোর আগেই হঠাৎ মৃত্যু হয় বলিউডের এই খ্যাতনামা পরিচালকের।

সূত্রের খবর, হাত ঘুরে এখন সেই কাজটিই প্রসেনজিতের কাছে এসেছে। আসলে নির্মাতারা চাইছেন, বিনোদিনী যেহেতু বাংলার, তাই তাঁকে নিয়ে ছবি বানানোর দায়িত্ব কোনও বাঙালিকে দিতে। 

এই ছবির পুরো শুটিং না কি হবে কলকাতায়। একের পর এক ঐতিহাসিক চরিত্রে কাজ, কঙ্গনা নিজেও জানিয়েছিলেন বেশ উচ্ছ্বসিত তিনি।

সম্প্রতি দশম অবতারের প্রমোশন চলাকালীন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন তিনি ছবি পরিচালনা করতে পারেন। সেইরকমই কিছু ভাবনা চিন্তা শুরু করেছেন। তবে, সেটি যে এই ছবি হবে তা প্রথমে কিছু স্পষ্ট করে বলেননি প্রসেনজিৎ।

ছবি- ইন্সটাগ্রাম

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version