Homeবিনোদন‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে মৃত্যুর ঘটনায় শোকাহত অল্লু অর্জুন, মৃতের পরিবারকে ২৫ লক্ষ...

‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে মৃত্যুর ঘটনায় শোকাহত অল্লু অর্জুন, মৃতের পরিবারকে ২৫ লক্ষ টাকার সাহায্য

প্রকাশিত

হায়দরাবাদ: ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু ও তাঁর সন্তানের গুরুতর আহত হওয়ার ঘটনায় শোকাহত অভিনেতা অল্লু অর্জুন। তিনি মৃত মহিলার পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। শুক্রবার রাতে সমাজমাধ্যমে ভিডিয়োবার্তা দিয়ে এই ঘোষণা করেন অভিনেতা।

বুধবার রাতে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার চলাকালীন হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ভিড়ের চাপে ৩৫ বছরের এক মহিলার মৃত্যু হয় এবং তাঁর সন্তান গুরুতর আহত হয়। ঘটনার পর অল্লু অর্জুনের বিরুদ্ধে এবং থিয়েটার কর্তৃপক্ষের উপর পুলিশের তরফে মামলা রুজু করা হয়েছে। অভিযোগ, পুলিশের কাছে প্রিমিয়ারের ব্যাপারে সঠিক তথ্য ছিল না এবং ভিড় নিয়ন্ত্রণের পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়নি।

অর্থসাহায্যের প্রতিশ্রুতি ও ভক্তদের প্রতি বার্তা

সমাজমাধ্যমে পোস্ট করা ভিডিয়োবার্তায় অল্লু অর্জুন বলেন, “এই দুর্ভাগ্যজনক ঘটনায় আমি গভীর শোকাহত। শোকার্ত পরিবারটির পাশে দাঁড়াতে আমি তাঁদের সঙ্গে দেখা করব এবং সমস্ত সাহায্যের প্রতিশ্রুতি দিচ্ছি। মৃত মহিলার সন্তানের চিকিৎসার খরচও আমি বহন করব।”

অভিনেতা আরও বলেন, “আমাদের উদ্দেশ্য মানুষকে আনন্দ দেওয়া। কিন্তু সেই আনন্দের প্রয়োজনে সকলের সতর্ক থাকা উচিত।” ভক্তদেরও ভিড় সামলাতে এবং সতর্ক থাকতে অনুরোধ করেছেন তিনি।

থিয়েটার কর্তৃপক্ষের দায়িত্বে গাফিলতির অভিযোগ

পুলিশ জানিয়েছে, অল্লু অর্জুনের উপস্থিতি সম্পর্কে আগে থেকে জানানো হয়নি। সঠিক পরিকল্পনা থাকলে এই দুর্ঘটনা এড়ানো যেত। থিয়েটার কর্তৃপক্ষ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত করেছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

ED সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে, অবৈধ বেটিং অ্যাপ প্রচারের অভিযোগ

অবৈধ বেটিং অ্যাপের প্রচারের অভিযোগে ইডির সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে। আগামী ১৬ সেপ্টেম্বর তাঁকে হাজিরা দিতে হবে। বলিউড, দক্ষিণী তারকার পর এবার টলিউডে আইনি ঝড়।

‘ওরা শুধু বাঁচতে চাইছে’ মুম্বইয়ের প্রতিবাদ মঞ্চে যোগ দিয়ে প্যালেস্টাইনের পক্ষে সরব স্বরা ভাস্কর

অভিনেত্রী স্বরা ভাস্কর মুম্বইয়ে প্যালেস্টাইন সমর্থনকারী বিক্ষোভে যোগ দিলেন। ইজরায়েলকে অভিযুক্ত করে বললেন, ‘প্যালেস্টাইনি জনগণ কেবল বাঁচতে চাইছে।’

প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার, ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও অমর

৯১ বছর বয়সে প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার। ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও দর্শকদের মনে অমলিন। থানের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।