Home বিনোদন দক্ষিণী চিত্র পরিচালক রাজামৌলি কী সুখবর দিলেন? ভক্তদের জন্য কী অপেক্ষা করছে?

দক্ষিণী চিত্র পরিচালক রাজামৌলি কী সুখবর দিলেন? ভক্তদের জন্য কী অপেক্ষা করছে?

নাটু নাটু’র তালে পা মিলিয়েছে আসমুদ্র হিমাচল। বিদেশেও ঝড় তুলেছে রাজামৌলির ‘আরআরআর’। অস্কারজয়ী দক্ষিণী চিত্র পরিচালক রাজামৌলি এইবার তাঁর সবচেয়ে শক্তিশালী তিরটা ছুঁড়তে চলেছে।

0

‘নাটু নাটু’র তালে পা মিলিয়েছে আসমুদ্র হিমাচল। বিদেশেও ঝড় তুলেছে রাজামৌলির ‘আরআরআর’। অস্কারজয়ী দক্ষিণী চিত্র পরিচালক রাজামৌলি এইবার তাঁর সবচেয়ে শক্তিশালী তিরটা ছুঁড়তে চলেছে।

বিশ্বব্যাপী হাজার কোটিরও বেশি বাণিজ্য করেছে রাজামৌলির ছবি ‘আরআরআর’, যা বক্স অফিস মাতানো ছবি প্রশান্ত নীলের ‘কেজিএফ ২’-কেও ছাপিয়ে গিয়েছে। রাজামৌলি তাঁর পরবর্তী ড্রিম প্রোজেক্টের কথা জানিয়েছেন। তাঁর কথায়, ‘দেশের গল্প বলতে চাই। দেশের সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই। এটি আমার বহু দিনের স্বপ্ন। যদিও এই স্বপ্ন সত্যি হতে সময় লাগবে।‘

পড়ুন: ‘সিংহম এগেইন’ ছবিতে মুখ্য ভূমিকায় নতুন মুখ, পরিচালক রোহিত কাকে বেছে নিলেন?

সম্প্রতি ঘোষণা করলেন তাঁর নতুন ছবি ‘মেড ইন ইন্ডিয়া’। সোশ্যাল মিডিয়ায় ছবির প্রথম ঝলক শেয়ার করে পরিচালক জানিয়ে দিলেন, কোনও ব্যক্তি বা নির্দিষ্ট ঘটনা নয়, বরং ভারতীয় সিনেমার ইতিহাসকেই এইবার পর্দায় ধরতে চলেছেন রাজা মৌলি।

তবে এইবার নিজে পরিচালকের দায়িত্বে  তিনি  থাকছেন না। বরং এই ছবির পরিচালনার দায়িত্ব তিনি তুলে দিয়েছেন, জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক নীতিন কক্করের কাঁধে। ছবির প্রযোজক বরুণ গুপ্ত ও এস এস কার্তিকেও। তবে কে কে রয়েছে এই ছবিতে তা অবশ্য ফাঁস করতে চাননি রাজামৌলি।

আরও বড় একটি সুখবর পাওয়া গেছে রাজামৌলির তরফ থেকে। এতদিন যা ছিল টিভি সিরিয়াল, অ্যানিমেশন ছবিতে, এবার তাই জীবন্ত হয়ে উঠবে বড়পর্দায়। মহাভারত নির্মাণ করতে চলেছেন রাজামৌলি।

পরিচালক জানান, যদি মহাভারত খুঁটিয়ে পড়া হয় তাহলে মহাভারতের প্রতিটি সংস্করণ পড়তে কম করে হলেও এক বছর সময় লাগবে। এর সঙ্গে হিন্দু আবেগ জড়িয়ে। তাই তিনি ছবিটি তৈরিতে বেশি তাড়াহুড়ো করতে চান না। দর্শকদের ইচ্ছা মেটাতে ১০ খন্ডে তৈরি হবে এই সিনেমা। বড়পর্দায় মেগা চ্য়ালেঞ্জ নিয়ে আসছেন রাজামৌলি।

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version