Home বিনোদন আলিয়া ও রণবীরের বিবাহিত জীবনে গন্ডগোল, কী ব্যবহার করেন আলিয়া?

আলিয়া ও রণবীরের বিবাহিত জীবনে গন্ডগোল, কী ব্যবহার করেন আলিয়া?

মাত্র এক বছর হয়েছে বিবাহিত জীবন। কিন্তু তার মধ্যেই এই তারকা যুগলের বিবাহিত জীবনে টুকিটাকি ঝামেলা লেগেই থাকছে বলে খবর।

বলিউডের চর্চিত যুগল আলিয়া ও রণবীর। পাঁচ বছর সম্পর্কে থাকার পরে তাঁরা ২০২২-এর ১৪ এপ্রিল বিয়ে করেন।  

কোনও ডেস্টিনেশন ওয়েডিং বা পাঁচতারা হোটেলে বিয়ে না করে বরং বেছে নিয়েছিলেন মুম্বইয়ে নিজেদের বাড়ি। সেখানেই বিয়ের ছাদনাতলা তৈরি হয়েছিল। পরিবার ও কয়েকজন বন্ধুবান্ধবকে সাক্ষী রেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা।

কিন্তু একবছর যেতে না যেতেই তাঁদের সংসারে যেন ঝামেলার বাতাবরণ তৈরি হয়েছে। আলিয়ার রাগ না কি দিনদিন বাড়ছে। বিশেষ করে রণবীরের আচরণই দায়ী সেই জন্য। এমনিতেও চুপচাপ থাকেন রণবীর। এইদিকে, সবসময় কথাই বলে যান আলিয়া।

রেডিট সাইটে ‘আলিয়া ভাট’স সেভেন ভাইসেস’ নামে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানেই অভিনেত্রী নিজের অন্দরমহলের কথা ফাঁস করেন। জানান, রণবীর বেশ শান্ত স্বভাবের। আর তাই তিনি চিৎকার-চেঁচামেচি একদম পছন্দ করেন না। আর ঝামেলা হলেও আলিয়ার গলা স্বর বাড়তে থাকে। মেজাজ ঠিক রাখতে না পেরে অভিনেত্রী চিৎকার করে ফেলেন। রণবীর তা একদম সহ্য করতে পারেন না।

আলিয়ার কথায়, রণবীর চিৎকার চেঁচামেচি একদম পছন্দ করেন না। সেই কারণে, আমায় খুব চেষ্টা করতে হয়, রাগ কন্ট্রোল করতে হয়। একটা নির্দিষ্ট ডেসিবেলের ওপরে আওয়াজ গেলেই রণবীরের অস্বস্তি হয়। ও তো একদম সাধু! সহজে আওয়াজ পাওয়া যায় না।

আলিয়া একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন তার বয়স যখন মাত্র ১১ বছর তখন থেকেই রণবীর কাপুর তার ক্রাশ ছিলেন। আলিয়া তখন সঞ্জয় লীলা বানসালির ‘ব্ল্যাক’ সিনেমার জন্য অডিশন দিচ্ছিলেন। ওই সিনেমাতে রণবীর সহকারী পরিচালক ছিলেন। অডিশনে রণবীরকে দেখেই নাকি হোঁচট খেয়ে পড়েও যান আলিয়া।  

আলিয়া বিভিন্ন সময়ে নানাভাবে রণবীরের ওপর তার ক্রাশের ইঙ্গিত দেন। কিন্তু, ২০১২ সালে তার প্রথম সিনেমা ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ প্রোমোশনের সময় সাংবাদিক সম্মেলনে বলেন, আমি রণবীরকে খুব পছন্দ করি। ‘বরফি’ সিনেমা দেখার পর আরও ভালোবেসে ফেলেছি। তিনি আমার সবচেয়ে বড় ক্রাশ এবং সবসময় তাই থাকবেন।

ছবি- ইন্সটাগ্রাম 

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version