প্রযুক্তির দৌলতে খুব সহজ হয়ে গিয়েছে নানান কাজকর্ম। তবে অনেকেই আবার প্রযুক্তির অপব্যবহার করছেন। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে তারকাদের ডিপফেক ভিডিও। সম্প্রতি এই ঘটনার স্বীকার হয়েছেন বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা রণবীর সিং। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ছড়িয়ে পড়েছিল সেখানেই দেখা পাওয়া গেছে, ‘এটি রাজনৈতিক দলকে সমর্থন করছেন রণবীর ‘।
এবার ভাইরাল হওয়া সেই ভিডিও নিয়ে প্রতিক্রিয়া জানালেন খোদ অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লিখলেন ‘এ ধরনের ভিডিও থেকে সাবধান’। সম্প্রতি অভিনেত্রী কৃতি শ্যাননের সঙ্গে বারাণসী গিয়েছিলেন রণবীর। সেখানেই ছিল ফ্যাশন শো। অনুষ্ঠানের আগে দুই তারকা বিশ্বনাথ মন্দির পরিদর্শন করতে যান এবং তাঁদের আধ্যাত্মিক অভিজ্ঞতাও ভাগ করে নেন সকলের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তাঁর ডিপফেক ভিডিও। তবে কেবলমাত্র কিন্তু রণবীর নয় এর আগে বহু তারকার এমন ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।