জীবনে এসেছে একাধিক প্রেম। কিন্তু সবচেয়ে বেশি চর্চায় থেকেছেন বয়সে বড় করিনা কাপুরের সঙ্গে সম্পর্কে থাকাকালীন।
শাহিদ কাপুর ও করিনার সম্পর্ক অতীত হলেও সেই নিয়ে চর্চা বি-টাউনে আজও লেগেই রয়েছে। বহুলচর্চিত পুরোনো সম্পর্ক নিয়ে আজও সকলের মুখে মুখে। তবে শুধু করিনাই নয় প্রিয়াঙ্কা চোপড়া, বিদ্যা বালন একাধিক বলি নায়িকাদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শাহিদ। একাধিক সম্পর্কে জড়ালেও কোনওটাই পূর্ণতা পাই নি।
বর্তমানে বলিউডের অন্যতম সেরা পাওয়ার কাপল শাহিদ কপুর ও মীরা রাজপুত। ১৩ বছরের ছোট মীরাকে বিয়ে করে সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলড হয়েছিলেন অভিনেতা। তবে আজ তাঁরা হ্যাপিলি ম্যারেড কাপল। কিন্তু ফের নতুন করে আবার এক কান্ড ঘটিয়ে বসলেন শাহিদ।
সম্প্রতি শাহিদ কপুর আর মীরা রাজপুতের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সংবাদিক সম্মেলনে যখন ব্যস্ত শাহিদ সেই সময় বলিউডের হট অ্যান্ড বোল্ড তারকা বাণী কপুর শাহিদের সঙ্গে উষ্ণ আলিঙ্গন করে। আর তা দেখে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছেন শাহিদ পত্নী মীরা রাজপুত।
ক্যামেরার সামনে স্ত্রী মীরার সঙ্গে পোজও দিয়েছেন শাহিদ। কিন্তু, মাঝে যখন বাণী কপুর এন্ট্রি নিলেন তখনই জমল আসল মজা। রেগে গিয়ে মীরার মুখ একেবারে হাঁড়ি। সেই দৃশ্য ক্যামেরায় ধরা পড়তেই হাসির রোল নেটপাড়ায়।
শাহিদের নতুন প্রোজেক্ট নিয়েই ছিল সেই সাংবাদিক সম্মেলন। সংবাদমাধ্যমের সঙ্গে হাসি মুখে কথা বলতে দেখা গিয়েছে অভিনেতাকে।
বলি অভিনেতা শাহিদ কাপুরের জন্য একটা সময় পাগল ছিলেন অনেক তরুণী। হাজারও তরুণীর ক্রাশ শাহিদ কাপুর সর্বদাই রয়েছেন শিরোনামে।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন