Homeবিনোদনসইফ হামলায় নতুন সিসিটিভি ফুটেজ, অভিযুক্ত ‘পেশাদার অপরাধী’ বলছে পুলিশ

সইফ হামলায় নতুন সিসিটিভি ফুটেজ, অভিযুক্ত ‘পেশাদার অপরাধী’ বলছে পুলিশ

প্রকাশিত

মুম্বইয়ের বান্দ্রায় অভিনেতা সাইফ আলি খানের বাড়িতে ঘটে যাওয়া চাঞ্চল্যকর হামলার ঘটনায় অভিযুক্ত এখনও অধরা। গত বুধবার রাত ১টা ৩৮ মিনিটে এই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি মুখে লাল স্কার্ফ ও মাথায় টুপি পরে সাইফের বাড়ির ১১ তলায় ঢুকে আক্রমণ চালায়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে কালো রঙের হাফ হাতা টি-শার্ট পরে আগমনের সময় এবং পরে হালকা নীল রঙের শার্ট পরে এলাকা ছাড়তে। পোশাক পরিবর্তনের ঘটনা থেকে অনুমান করা হচ্ছে, অভিযুক্ত একজন পেশাদার অপরাধী।

বান্দ্রা থানার এক আধিকারিক বলেন, ‘‘আমরা অভিযুক্তের ছবি মুম্বই পুলিশের ৪০ হাজার সদস্যের সঙ্গে শেয়ার করেছি। পাশাপাশি, প্রাক্তন অফিসার ও ট্যাক্সি-অটো ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এখনও কেউ অভিযুক্তকে শনাক্ত করতে পারেনি।’’

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত প্রথমে বাড়ির পিছনের গেট দিয়ে ঢুকে সিসিটিভি এড়িয়ে অগ্নিনির্বাপক সিঁড়ি দিয়ে উপরে ওঠে। তিনি ২ ফুট চওড়া একটি শ্যাফ্ট ব্যবহার করে সাইফের ছোট সন্তানের বাথরুম দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করেন।

সাইফ ও তাঁর পরিবারের সদস্যরা অভিযুক্তকে একটি ঘরে আটকে রেখে অন্য তলায় আশ্রয় নেন। সেখান থেকে অভিযুক্ত একই শ্যাফ্ট ব্যবহার করে পালিয়ে যায় বলে ধারণা পুলিশের।

পুলিশ জানিয়েছে, এই হাইপ্রোফাইল ভবনের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত দুর্বল। ভবনের মূল ও পিছনের গেটে নিরাপত্তারক্ষী থাকলেও প্রবেশের ক্ষেত্রে পর্যাপ্ত সতর্কতা নেওয়া হয়নি। সিসিটিভি কাভারেজও সীমিত। স্থানীয় বিক্রেতারা জানিয়েছেন, নিরাপত্তারক্ষীরা অনেক সময় যাচাই না করেই তাঁদের ভবনের ভিতরে ঢুকতে দিতেন।

অভিযুক্তের হদিস পেতে পুলিশের ২০টিরও বেশি দল সক্রিয়ভাবে কাজ করছে। সিসিটিভি ফুটেজের পাশাপাশি, মাদক মামলায় অভিযুক্তদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও উল্লেখযোগ্য সূত্র পাওয়া যায়নি।

পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্তের খোঁজ পেতে ইনফর্মারদের নেটওয়ার্ক ব্যবহার এবং পূর্ব অপরাধীদের ডেটাবেস খতিয়ে দেখা হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

আরও পড়ুন

ED সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে, অবৈধ বেটিং অ্যাপ প্রচারের অভিযোগ

অবৈধ বেটিং অ্যাপের প্রচারের অভিযোগে ইডির সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে। আগামী ১৬ সেপ্টেম্বর তাঁকে হাজিরা দিতে হবে। বলিউড, দক্ষিণী তারকার পর এবার টলিউডে আইনি ঝড়।

‘ওরা শুধু বাঁচতে চাইছে’ মুম্বইয়ের প্রতিবাদ মঞ্চে যোগ দিয়ে প্যালেস্টাইনের পক্ষে সরব স্বরা ভাস্কর

অভিনেত্রী স্বরা ভাস্কর মুম্বইয়ে প্যালেস্টাইন সমর্থনকারী বিক্ষোভে যোগ দিলেন। ইজরায়েলকে অভিযুক্ত করে বললেন, ‘প্যালেস্টাইনি জনগণ কেবল বাঁচতে চাইছে।’

প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার, ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও অমর

৯১ বছর বয়সে প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার। ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও দর্শকদের মনে অমলিন। থানের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।