Homeবিনোদনসাইফ আলি খানের বাড়িতে লুকিয়ে ছিল হামলাকারী? সিসিটিভি ফুটেজে প্রবেশের চিহ্ন নেই

সাইফ আলি খানের বাড়িতে লুকিয়ে ছিল হামলাকারী? সিসিটিভি ফুটেজে প্রবেশের চিহ্ন নেই

প্রকাশিত

বলিউড তারকা সাইফ আলি খানের উপর হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মুম্বইয়ের ব্যান্দ্রার বাড়ির সিসিটিভি ফুটেজে মাঝরাতের পর কোনও ব্যক্তির প্রবেশের প্রমাণ পাওয়া যায়নি। পুলিশের ধারণা, হামলাকারী আগে থেকেই বাড়ির ভিতরে লুকিয়ে ছিল এবং সুযোগ বুঝে রাত ২:৩০ নাগাদ আক্রমণ চালায়।

সাইফ আলি খানকে ছয়বার ছুরিকাঘাত করে হামলাকারী পালিয়ে যায়। হামলার সময় অভিনেতা ও অভিযুক্তের মধ্যে ধস্তাধস্তি হয় বলে জানা গেছে। বর্তমানে ৫৪ বছর বয়সী অভিনেতা মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শরীরে দুটি গভীর ক্ষত রয়েছে, যার মধ্যে একটি মেরুদণ্ডের কাছাকাছি।

মুম্বই পুলিশের বিবৃতি অনুযায়ী, “অজ্ঞাতপরিচয় ব্যক্তি সাইফ আলি খানের বাড়িতে অনুপ্রবেশ করে। ধস্তাধস্তির সময় অভিনেতা আহত হন। তদন্ত চলছে।”

এই ঘটনা মুম্বইয়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। বিরোধী শিবসেনা (উদ্ধব ঠাকরে) এমপি প্রিয়াঙ্কা চতুর্বেদী অভিযোগ করেছেন, “মুম্বইয়ের মতো শহরে যদি সেলিব্রিটিরা সুরক্ষিত না থাকেন, তাহলে সাধারণ মানুষের কী হবে? এটা লজ্জাজনক যে এমন উচ্চ-প্রোফাইল হামলা ঘটছে। মুম্বই পুলিশ ও রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।”

চতুর্বেদী আরও বলেন, “বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের বিচার এখনো হয়নি। সালমান খানকে বুলেটপ্রুফ বাড়িতে থাকতে বাধ্য করা হয়েছে। এখন সাইফ আলি খান আক্রান্ত হলেন। এই এলাকায় সবচেয়ে বেশি সেলিব্রিটি থাকেন, যেখানে সুরক্ষা যথেষ্ট হওয়া উচিত ছিল। মুম্বইয়ের নিরাপত্তা ব্যবস্থা কি ধসে পড়ছে?”

সাইফের টিমের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে, “এটি একটি পুলিশি তদন্তাধীন বিষয়। আমরা গণমাধ্যম ও ভক্তদের ধৈর্য ধরার অনুরোধ জানাই।”

উল্লেখ্য, গত কয়েক বছরে মুম্বইয়ে একাধিক উচ্চ-প্রোফাইল হামলা ও হত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে বাবা সিদ্দিকির হত্যা ও সালমান খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনা।

বাড়িতে ঢুকে সাইফ আলি খানের উপর ছুরি নিয়ে হামলা চালাল চোর, হাসপাতালে অভিনেতা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

আরও পড়ুন

ED সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে, অবৈধ বেটিং অ্যাপ প্রচারের অভিযোগ

অবৈধ বেটিং অ্যাপের প্রচারের অভিযোগে ইডির সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে। আগামী ১৬ সেপ্টেম্বর তাঁকে হাজিরা দিতে হবে। বলিউড, দক্ষিণী তারকার পর এবার টলিউডে আইনি ঝড়।

‘ওরা শুধু বাঁচতে চাইছে’ মুম্বইয়ের প্রতিবাদ মঞ্চে যোগ দিয়ে প্যালেস্টাইনের পক্ষে সরব স্বরা ভাস্কর

অভিনেত্রী স্বরা ভাস্কর মুম্বইয়ে প্যালেস্টাইন সমর্থনকারী বিক্ষোভে যোগ দিলেন। ইজরায়েলকে অভিযুক্ত করে বললেন, ‘প্যালেস্টাইনি জনগণ কেবল বাঁচতে চাইছে।’

প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার, ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও অমর

৯১ বছর বয়সে প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার। ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও দর্শকদের মনে অমলিন। থানের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।