Home বিনোদন কায়োজ ইরানির পরিচালনায় বলিউডে পা রাখছেন সাইফ পুত্র  ইব্রাহিম

কায়োজ ইরানির পরিচালনায় বলিউডে পা রাখছেন সাইফ পুত্র  ইব্রাহিম

0

বলিউডের জনপ্রিয় স্টারকিড ইব্রাহিম খান। সাইফ আলী খানের চেয়েও বেশি সুদর্শন সাইফ পুত্র ইব্রাহিম খান। রুপালি পর্দায় আসার আগেই নেট দুনিয়ায় বেশ জনপ্রিয় ইব্রাহিম খান। সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ার সংখ্যা দেখলেই বোঝা যায়। অভিনয় শিল্পী হওয়ার আগেই তার দর্শকপ্রিয়তা রয়েছে প্রচুর।

তবে এইবার বলিউড কাঁপাবেন সাইফ আলির পুত্র ইব্রাহিম। মাত্র ২১ বছর বয়সে বলিউডে পা রাখতে চলেছেন তিনি।

করণ জোহরের প্রযোজনায় ছবি দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন সাইফপুত্র ইব্রাহিম। বোমান ইরানির পুত্র কায়োজে ইরানি ছবিটি পরিচালনার দায়িত্বে আছেন। তবে সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখতে পাওয়া যাবে কাজলকে। ছবিটি মূলত ইমোশনাল থ্রিলার ঘরানার হতে চলেছে। ছবিতে পৃথ্বীরাজের বিপরীতে দেখা যাবে কাজলকে। 

নতুন এই ছবিটি মূলত একটি যুদ্ধের ছবি। ফেব্রুয়ারিতে ছবির শ্যুটিং শুরু হবে বলেই খবর। ছবিতে একটি বিশেষ লুকে দেখা যাবে ইব্রাহিমকে এবং সেই কারণে শারীরিক বদল ঘটানোয় মন দিয়েছেন তিনি। এছাড়া এখন একইসঙ্গে চিত্রনাট্য পাঠ ও ওয়ার্কশপের কাজ চলছে। ছবির প্রধান তিন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইব্রাহিম, কাজল ও পৃথ্বীরাজকে। তবে এই সিনেমার নাম এখনও ঠিক হয়নি।

মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি স্কুলে পড়া শেষ করে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ড গিয়েছিলেন ইব্রাহিম। ফিরে এসে কাজ শুরু করেন ইন্ডাস্ট্রিতে। বলিউডে যে একেবারেই কাজ করার অভিজ্ঞতা নেই ইব্রাহিমের, তা বলা যায় না। করণের ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র সেটেও রয়েছেন সাইফ-অমৃতার পুত্র। তবে অভিনেতা নয়, সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। তবে এইবার মূল অভিনেতা হিসেবে অভিষেক হতে যাচ্ছে ইব্রাহিমের।

ছবি- ইন্সটাগ্রাম।

বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version