মুম্বই: বলিউড সুপারস্টার সলমন খানকে আবারও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। মুম্বই পুলিশের ট্র্যাফিক বিভাগের হোয়াট্সঅ্যাপ নম্বরে পাঠানো এক হুমকি-বার্তায় জানানো হয়, পাঁচ কোটি টাকা না দিলে সলমনের পরিণতি হবে প্রয়াত এনসিপি নেতা বাবা সিদ্দিকির মতো। পুলিশের অনুমান, এই হুমকি-বার্তার পিছনে লরেন্স বিশ্নোই গ্যাংয়ের হাত থাকতে পারে।
বাড়ানো হল নিরাপত্তা
হুমকি-বার্তায় স্পষ্টভাবে লেখা হয়েছে, সলমন খান যদি বেঁচে থাকতে চান তবে তাঁকে লরেন্স বিশ্নোইয়ের সঙ্গে শত্রুতা মিটিয়ে পাঁচ কোটি টাকা দিতে হবে। বার্তায় আরও হুঁশিয়ারি দেওয়া হয় যে টাকা না দিলে সলমনের অবস্থা বাবা সিদ্দিকির চেয়েও খারাপ হবে। এই ঘটনার পর মুম্বই পুলিশ দ্রুত নড়েচড়ে বসে এবং বলিউড তারকার নিরাপত্তা বাড়ানোর জন্য পদক্ষেপ গ্রহণ করে।
প্রসঙ্গত, ১২ অক্টোবর মুম্বইয়ের বান্দ্রায় প্রাক্তন কংগ্রেস নেতা বাবা সিদ্দিকিকে তাঁর বিধায়ক-পুত্র জিসান সিদ্দিকির অফিসের বাইরে গুলি করে হত্যা করা হয়। মুম্বই পুলিশ এই খুনের পিছনেও লরেন্স বিশ্নোই দলের হাত রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে। সলমনের সঙ্গে বাবার দীর্ঘদিনের সম্পর্ক ছিল, এবং তিনি বলিউডে অনেক সমস্যার সমাধানে সলমনের পাশে থেকেছেন। এমনকি, শাহরুখ খান ও সলমনের মধ্যেকার বিরোধও মিটিয়েছিলেন তিনি।
#WATCH | Mumbai: Security heightened outside Salman Khan's residence after the actor receives fresh threats. pic.twitter.com/Fkv29yqdDr
— ANI (@ANI) October 18, 2024
আগেও সলমনের বিরুদ্ধে হুমকি
কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগে সলমন খানকে বহুবার প্রাণনাশের হুমকি দিয়েছে লরেন্স বিশ্নোই গোষ্ঠী। এমনকি, কিছু মাস আগে সলমনের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনা ঘটে। সেই ঘটনার সঙ্গে বিশ্নোই গ্যাং জড়িত বলে পুলিশের প্রাথমিক ধারণা।
এনসিপি নেতার খুনের তদন্তের পাশাপাশি, সলমনের উপর হুমকি বার্তা কারা পাঠিয়েছে তা খতিয়ে দেখছে মুম্বই পুলিশ। ইতিমধ্যেই সুখ ওরফে সুখবীর বলবীর সিংহ নামে এক সন্দেহভাজনকে হরিয়ানার পানিপথ থেকে আটক করা হয়েছে, যিনি বিশ্নোই গ্যাংয়ের সদস্য বলে মনে করা হচ্ছে।
মুম্বই পুলিশের চার্জশিট অনুযায়ী, সলমনকে হত্যার পরিকল্পনায় পাঁচ ভাড়াটে খুনিকে নিযুক্ত করা হয়েছিল, যারা মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে।
সলমন খানকে হত্যা করার জন্য ২৫ লাখ টাকার সুপারি, পাকিস্তান থেকে AK-47: চার্জশিট