Home বিনোদন ফের নিজের পরিচয়ের  চমক দিলেন সারা, স্যোশাল মিডিয়ায় কী শেয়ার করলেন নবাব...

ফের নিজের পরিচয়ের  চমক দিলেন সারা, স্যোশাল মিডিয়ায় কী শেয়ার করলেন নবাব কন্যা?

বলিউডের সদা হাস্যময়ী নায়িকা সারা আলি খান যেমন চুটিয়ে সিনেমায় কাজ করছেন ,তেমনই নিজের স্যোশাল মিডিয়ার নেটিজেনদের জন্য প্রতিদিন কিছু না কিছু ছবি ভিডিও আপলোড করে থাকেন।  

0

বলিউডের সদা হাস্যময়ী নায়িকা সারা আলি খান যেমন চুটিয়ে সিনেমায় কাজ করছেন ,তেমনই নিজের স্যোশাল মিডিয়ার নেটিজেনদের জন্য প্রতিদিন কিছু না কিছু ছবি ভিডিও আপলোড করে থাকেন।  

হিন্দু ধর্মের প্রতি বরাবরই টান সারা আলি খানের। শ্রদ্ধা ভক্তি বারে বারে ফুঁটে উঠেছে তাঁর নানা পদক্ষেপে। মাঝে মধ্যেই মায়ের সঙ্গে মন্দিরে গিয়ে পুজো দিয়ে থাকেন সারা। প্রথম থেকেই সারা আলি খান হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা দেখিয়ে এসেছেন। বিভিন্ন সময় মায়ের সঙ্গে গিয়ে পুজো দিয়ে থাকেন।

সম্প্রতি কেদারনাথ ঘুরতে গেছিলেন। তবে তারপরে একেবারে কয়েকদিনের জন্য গোয়ায় ঘুরতে গেছিলেন নবাব কন্যা।  

 এমনিতেই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেত্রী সারা আলি খান। অনুরাগীদের প্রায়ই বিভিন্ন রকমের মজার ভিডিও উপহার দেন তিনি।

ইনস্টাগ্রামে নবাবকন্যা জানিয়েছেন, ‘খুব ছিমছাম তবে মুখরোচক বাঙালি বেগুনের সবজি, ছোলার ডাল, পালং শাক এবং কাঁচকলার কোপ্তা, পনির কোপ্তা।‘

শুধু তাই নয়, রকমারি পদের ছবি শেয়ার করে নেপথ্যে ‘আমি বউ পাগলা’ বাংলা লোকগানটিও দিয়েছেন সারা। যদিও সেই খাবারের থালায় ছোলার ডালের দেখা পাওয়া যায়নি! এছাড়াও সেখানে ঘরোয়া লাউয়ের তরকারি, অরহড় ডাল এবং আলু-ঢেড়শের চচ্চড়িও চেখে দেখেছেন সারা আলি খান। ঝাল খেতে যে তিনি বেশে পছন্দ করেন, তা দেখেই বোঝা গেল।

এর আগে কলকাতায় এসে ফুচকা, ঝালমুড়ি থেকে রকমারি মিষ্টি খেয়েছিলেন সারা। চেখে দেখেছিলেন একাধিক বাঙালি পদও। দিন কয়েক আগেই ইউরোপে গিয়ে ঘুরে ঘুরে দেশি খাবার খেয়েছিলেন সারা। মেন্যুতে ছিল- ডাল-সবজি, চিকেন কারি, ভাত, তন্দুরি রুটি, তার সঙ্গে চাটনি-আচার।

সারার পছন্দের ঘুরতে যাওয়ার জায়গা দেশের যে কোনও আধ্যাত্মিক স্থান। কামাক্ষ্যা মন্দির, আজমের শরিফ, কেদারনাথ, সময় পেলেই তিনি ঘুরে বেড়ান।

ছবি- ইন্সটাগ্রাম

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version