খবর অনলাইন ডেস্ক: বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান এবার ভক্তদের জন্য নিয়ে আসছেন এক বিশেষ উপহার। নিজের ৬০তম জন্মদিন উপলক্ষ্যে ‘শাহরুখ খান ফিল্ম ফেস্টিভ্যাল’-এর ঘোষণা করেছেন তিনি। ফেস্টিভ্যাল শুরু হবে আগামী ৩১ অক্টোবর থেকে। এই উৎসবে তাঁর ক্যারিয়ারের কয়েকটি জনপ্রিয় ছবি আবার বড় পর্দায় মুক্তি পাচ্ছে।
শাহরুখ খান সম্প্রতি ‘জওয়ান’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেন। শনিবার রাতে ইনস্টাগ্রামে একটি রিল শেয়ার করে তিনি এই উৎসবের কথা জানান। পোস্টের ক্যাপশনে কিং খান লিখেছেন, “আমার কিছু পুরনো সিনেমা আবার আসছে প্রেক্ষাগৃহে। সিনেমার সেই মানুষটা খুব একটা বদলায়নি—শুধু চুল একটু পেকেছে, আর হয়তো একটু বেশি সুন্দর দেখায় এখন।”
‘কিং খান’ জানিয়েছেন, ‘শাহরুখ খান ফিল্ম ফেস্টিভ্যাল’ শুরু হচ্ছে ৩১ অক্টোবর থেকে! এই উৎসব হচ্ছে পিভিআর-আইনক্সের সহযোগিতায়। দেশের কিছু নির্বাচিত প্রেক্ষাগৃহে শাহরুখের ছবি প্রদর্শিত হবে। আন্তর্জাতিকভাবেও তাঁর ছবি মুক্তি পাবে পশ্চিম এশিয়া, উত্তর আমেরিকা, ব্রিটেন-সহ ইউরোপের বিভিন্ন এবং অস্ট্রেলিয়ায়।
পিভিআর-আইনক্স ইতিমধ্যে উৎসবের কথা ঘোষণা করেছে। জানা গিয়েছে, এই উৎসবে যে সব ছবি প্রদর্শিত হবে সেগুলো হল — ‘কভি হা কভি না’, ‘দিল সে’, ‘দেবদাস’, ‘ম্যায় হুঁ না’, ‘ওম শান্তি ওম’ এবং ‘জওয়ান’। এই উৎসব চলবে দুই সপ্তাহ চলবে, ভারতের ৩০টি শহরের ৭৫টিরও বেশি প্রেক্ষাগৃহে।
একটি প্রেস বিজ্ঞপ্তিতে শাহরুখ খান জানিয়েছেন, “সিনেমা সবসময়ই আমার ঘর। আমার এই ছবিগুলো আবার বড়ো পর্দায় ফিরে আসছে — এটা যেন এক সুন্দর পুনর্মিলন। এই চলচ্চিত্রগুলো কেবল আমার নয়, বরং সেই দর্শকদের, যাঁরা গত ৩৩ বছর ধরে ভালোবেসে আমাকে এগিয়ে নিয়ে গিয়েছেন।”
উল্লেখ্য, শাহরুখ খানকে শেষবার দেখা গিয়েছিলেন ২০২৩ সালের তিনটি ব্লকবাস্টার ছবিতে — ‘জওয়ান’, ‘পাঠান’এবং ‘ডানকি’-তে। বর্তমানে তিনি কাজ করছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দের নতুন ছবি ‘কিং’-এ, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করছেন মেয়ে সুহানা খান। ছবিটি মুক্তি পাওয়ার কথা ২০২৬ সালে।


