গত ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সলমেরে সাত পাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানি। রূপকথার বিয়ের পর্ব সেরে প্রথম পরিবারের সঙ্গে দিল্লিতে এবং পরে মুম্বইতে গ্র্যান্ড রিসেপশন পার্টির আয়োজন করেছেন। বিয়ের টুকরো মুহূর্তের ছবি ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন সিড-কিয়ারা। সদ্য নিজেদের সঙ্গীত অনুষ্ঠানের রাতের টুকরো ঝলক নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন কিয়ারা।
সিদ্ধার্থ-কিয়ারার লাজুক হাসি এখনও ইন্টারনেট দুনিয়ায় জোরালো ট্রেন্ডিং। অপরূপ যুগলের চুম্বনরত ছবি দেখে মোহিত হয়েছেন আয়ুষ্মান খুরানা থেকে শুরু করে ভূমি পাড়নেকর এমনকি স্বপ্নসুন্দরী ক্যাটরিনা কাইফও।
মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাকেই সেজেছিলেন বর কনে। কিয়ারা পড়েছিলেন গোলাপি এমব্রয়ডারি লেহেঙ্গা। গলায়, কানে ও কপালে ভারী গয়না। মাথায় গোলাপি রঙের ওড়না। আর সিদ্ধার্থ পড়েছিলেন সোনালি রঙের জমকালো কাজের শেরওয়ানি। পাঞ্জাবি নিয়ম মেনে ছিল মাথায় পাগড়ি।
তারপর সপ্তাহ ঘুরে গেলেও রঙের আঁচে ভাঁটা পড়েনি এতটুকুও। এইবার প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার সঙ্গীতের ছবি। সোনা-ঝরানো লেহেঙ্গায় কিয়ারা যখন ‘সোনার মেয়ে’, তখন কালো-সোনালি পাঠান স্যুটে সিদ্ধার্থও রাজপুত্রই বটে।
ভিডিও- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

