Homeবিনোদনবিমানযাত্রার পর কানে শুনতে পাচ্ছেন না গায়িকা অলকা ইয়াগনিক, কী এই অসুখ?...

বিমানযাত্রার পর কানে শুনতে পাচ্ছেন না গায়িকা অলকা ইয়াগনিক, কী এই অসুখ? লক্ষণই বা কী?

প্রকাশিত

বিরল স্নায়ুর রোগে আক্রান্ত গায়িকা অলকা ইয়াগনিক। সামজমাধ্যমে নিজেই জানিয়েছেন সে কথা। ধীরে ধীরে তাঁর শ্রবণশক্তি হ্রাস পেয়েছে। কিছুই শুনতে পাচ্ছেন না। চিকিৎসকরা জানিয়েছেন ভাইরাল অ্যাটাকের কারণে তাঁর এই সমস্যা হয়েছে। 

তিনি লিখেছেন, ‘এতকাল কেন চুপ আছি, অনেকেই জানতে চাইছেন আমার কাছে। এখন মনে হচ্ছে, নিস্তব্ধতা ভাঙার সময় এসে গিয়েছে। আমার অনুরাগী, বন্ধু, অনুগামী এবং শুভানুধ্যায়ীদের উদ্দেশে জানাচ্ছি, কয়েক সপ্তাহ আগে বিমানযাত্রা করেছিলাম। হঠাৎই আমার মনে হয়, আর কানে শুনতে পারছি না। প্রথমে ঘটনায় ধাতস্থ হতে কষ্ট হচ্ছিল। নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। এখন কিছুটা হলেও সামলে নিয়েছি’।

তিনি আরও লিখেছেন, ‘চিকিৎসকদের কথা অনুযায়ী আমি এক বিরল রোগের শিকার। এটিকে তাঁরা ভাইরাল অ্যাটাক আখ্যা দিয়েছেন। বিষয়টি সম্পর্কে আমি একেবারেই অবগত ছিলাম না আগে। আপনারা দয়া করে আমার জন্য প্রার্থনা করুন।’

চিকিৎসকদের মতে এই ধরনের রোগের নাম সেনসরিনিউরাল হেয়ারিং লস। Sensorineural hearing loss (SNHL) বা সেনসরিনিউরাল শ্রবণশক্তি হ্রাস হল একটি শ্রবণ সমস্যার ধরন যেখানে কানের অভ্যন্তরীণ অংশ বা শ্রবণ-স্নায়ুর ক্ষতি হয়। এটি সাধারণত কানের কোচলিয়া বা শ্রবণ-স্নায়ুর অস্বাভাবিকতার কারণে ঘটে।

SNHL-এর কারণ:

জন্মগত সমস্যা: জেনেটিক ত্রুটি বা গর্ভাবস্থায় সংক্রমণ।

বয়সজনিত শ্রবণশক্তি হ্রাস: প্রেসবাইকিউসিস নামে পরিচিত।

জোরালো শব্দের সংস্পর্শ: দীর্ঘ সময় ধরে উচ্চ শব্দের মধ্যে থাকা।

সংক্রমণ: মেনিনজাইটিস, মাম্পস, রুবেলা ইত্যাদি।

মাথায় আঘাত: গুরুতর আঘাতের কারণে কানের অভ্যন্তরীণ অংশের ক্ষতি।

ঔষধ: কিছু ওষুধ কানের স্নায়ুর ক্ষতি করতে পারে।

মেনিয়ার’স ডিজিজ: অভ্যন্তরীণ কানের একটি অবস্থা।

SNHL-এর লক্ষণ:

শ্রবণশক্তি হ্রাস: বিশেষ করে উচ্চ স্বরের ক্ষেত্রে।

শব্দের বিকৃতি: শব্দগুলি অস্পষ্ট বা বিকৃত শোনায়।

টিনিটাস: কানে বাজা বা শোঁ শোঁ শব্দ।

ব্যালান্সের সমস্যা: কিছু ক্ষেত্রে ভারসাম্যহীনতা।

প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে বেশি শব্দ থেকে দূরে থাকার  পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

সেনসরিনিউরাল শ্রবণশক্তি হ্রাস একটি সাধারণ সমস্যা এবং এটি সঠিকভাবে নির্ণয় ও চিকিৎসা করার মাধ্যমে অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় পরীক্ষার মাধ্যমে এই সমস্যার সমাধান করা যেতে পারে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

আল্ট্রা প্রসেসড খাবার কম খেলেও বাড়ছে বিপদ! শুক্রাণুর ক্ষতি, কমাচ্ছে প্রজনন ক্ষমতা, চাঞ্চল্যকর তথ্য গবেষণায়

ফাস্টফুড, সোডা, পেস্ট্রি, চিপসের মতো আল্ট্রা প্রসেসড খাবার কম খেলেও ঝুঁকি কমে না। নতুন গবেষণায় দেখা গেছে, পুরুষদের শুক্রাণুর ক্ষতি ও প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে। বিস্তারিত জানুন।

বিমানবন্দরের কাছে বাড়ি? হার্ট ফেলিয়র, স্ট্রোক-সহ একাধিক ঝুঁকি, জানাল গবেষণা

বিমানবন্দরের কাছে বসবাসকারীদের জন্য বিপদ! গবেষণায় উঠে এসেছে, লাগাতার শব্দ ও আলোর প্রভাবে বাড়ছে ঘুমের সমস্যা, হার্ট ফেলিয়র, স্ট্রোক ও ডায়াবেটিসের ঝুঁকি।

কলকাতায় বাড়ছে ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’র দাপট! হঠাৎ আবহাওয়া বদলে শ্বাসকষ্টে ভুগছেন বহু মানুষ

কলকাতায় ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’ বাড়ছে। আবহাওয়ার অস্থিরতায় হাঁপানি ও ফুসফুসের রোগীরা বিপাকে। বিশেষজ্ঞদের মতে, বৃষ্টি, ধুলো, ভাইরাস সংক্রমণ ও বাতাসে বিষাক্ত গ্যাসে শ্বাসকষ্ট বাড়ছে। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া।