লকডাউনের সময় গরীব, অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। অভিনয় জগতে ভিলেনের চরিত্রে তাঁকে দেখা গেলেও বাস্তব জীবনে একেবারে হিরোর মতোই কাজ করে দেখিয়েছেন অভিনেতা সোনু সুদ। দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে এক বড় পদক্ষেপ নিয়েছিলেন তিনি। বন্ধক রেখেছিলেন নিজের ৮টি সম্পত্তি।
ফের আরও একবার হিরোর মতো কাজ করলেন অভিনেতা সোনু সুদ। অভিনেতাকে সকলে ভারতের ‘মসিহা’ বলেই চেনেন। অভিনেতা সোনু সুদের পরিচয় দেওয়ার জন্য বোধহয় এই একটা কথাই যথেষ্ট। বহুবার বহু রকম ভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। সোনু কিন্তু আগেও গরীব শিশুদের পড়াশুনার ভারও নিজের কাঁধে তুলেছেন।
এইবার অভিনেতা দুঃস্থ শিশুদের জন্য স্কুল বানাতে চলেছেন। বিহারের কাটিহারে এক ইঞ্জিনিয়ার অনাথ শিশুদের জন্য একটি স্কুল তৈরি করেছিলেন। সেই স্কুলের নাম তিনি অভিনেতার নামেই রেখেছেন। সেই কথা জানতে পেরে অভিনেতা তাঁর সঙ্গে দেখা করেন।
সোনু সেই স্কুলের জন্যই একটি অভিনব উদ্যোগ নিলেন। একটি নতুন ভবন তৈরির পাশাপাশি এবং শিশুদের উচ্চশিক্ষা প্রদানের ব্যবস্থাও করবেন তিনি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে, সোনু ২৭ বছর বয়সী ইঞ্জিনিয়ার বীরেন্দ্র কুমার মাহাতো অনাথ শিশুদের জন্য একটি স্কুল খোলার জন্য তাঁর মোটা বেতনের চাকরি ছেড়ে দেন। যা শুনে অনেকেই অবাক হয়েছিলেন। তিনি অভিনেতার নামে এটির নামকরণও করেছেন। ১১০ জন শিশুকে বিনামূল্যে শিক্ষা এবং খাবার সরবরাহ করার জন্য মাহাতোর এই প্রচেষ্টায় অনুপ্রাণিত হয়ে, অভিনেতা নিজে মাহাতো এবং স্কুলের শিশুদের সঙ্গে দেখা করেছিলেন। শুধুই স্কুল নয়, এটি বাচ্চাদের জন্য একটি আশ্রয়স্থলও।
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us