আবারও খবরের শিরোনামে উঠে এলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভি। বিবাহবিচ্ছেদের পর সামান্থার জনপ্রিয়তা বেড়েই চলেছে। একের পর এক ছবির প্রস্তাব পাচ্ছেন তেলুগু অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ সিরিজ দিয়ে বলিউডে পা রেখেছেন তিনি।
শুক্রবার অর্থাৎ ২৮ এপ্রিল ৩৬ বছরে পা রাখছেন সামান্থা। ঠিক তাঁর জীবনের এই বিশেষ দিনটিকে আরও স্পেশাল করে তুলতে অন্ধ্রপ্রদেশের যুবক সন্দীপ এক অভাবনীয় পরিকল্পনা করেছেন।
অন্ধ্রপ্রদেশের ওই যুবক সন্দীপ সামান্থার বিশাল বড় অনুরাগী। যে কি না সামান্থার প্রেমে পাগল হয়ে মন্দিরই বানিয়ে ফেলেছেন। সেই মন্দিরের মূর্তি তিনি নিজের হাতে তৈরি করেছেন। তাঁর জন্মদিনেইএই মন্দির উদ্বোধন করবেন অন্ধ্রপ্রদেশের এই যুবক।
এখন বেছে বেছে ছবি করারই পক্ষপাতী সামান্থা। ধীরে ধীরে দক্ষিণের রানি হয়ে উঠেছেন ‘ওও আন্তাভা’ গানের সাড়া ফেলা তারকা সামান্থা রুথ প্রভু। তারপর থেকেই তার অভিনয় জীবনের রেখাচিত্র ঊর্ধ্বমুখী।
‘ফ্যামিলি ম্যান ২’ সিরিজে সামান্থার অভিনয়ে এখনও বুঁদ দর্শক। আগামীতে তেলুগু সায়েন্স ফিকশন থ্রিলা ‘যশোধা’য় দেখা যাবে সামান্থাকে।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন