টলিউড সুপারস্টার দেব ও বিউটি কুইন শ্রাবন্তীকে নিয়ে একটি সিনেমা হওয়ার কথা ছিল। গত বছর এপ্রিল মাসে দেব ঘোষণা করেছিলেন শ্রাবন্তীর সঙ্গে জুটি বাঁধছেন। শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়ের আসন্ন ছবি খেলাঘর-এ একসঙ্গে দেখা যাবে দু’জনকে।
কিন্তু এক বছরের ব্যাবধানে বদলে গেল সবকিছু। আপতত একসঙ্গে কাজ করা হচ্ছে না তাঁদের।
সোমবার টুইটারে অনুরাগীদের যেমন খুশি প্রশ্ন করার জবাব দিয়েছিলেন দেব। সেখানেই এই খোলাসা করলেন দেব। তবে কেন ভেস্তে গেল এই প্রজেক্ট সেই নিয়ে বিস্তারিত কিছুই জানাননি অভিনেতা-প্রযোজক।
শোনা যাচ্ছে, সুপারস্টার দেবের সঙ্গে কাজ করার জন্য নাকি হাতে সময় নেই শ্রাবন্তীর। এক ভক্ত দেবকে প্রশ্ন করেন, ‘দাদা তুমি আর শ্রাবন্তী কোনও নতুন ছবিতে কি একসঙ্গে জুটি বাঁধবে?’
জবাবে দেব লেখেন, ‘প্রস্তাব দিয়েছিলাম, বলল ডেট নেই (কান্নার ইমোজি) কিন্তু ও আমার অন্যতম প্রিয় অভিনেত্রী’।
দেবের সঙ্গে ‘দুজনে’, ‘সেদিন দেখা হয়েছিল’, ‘বিন্দাস’ থেকে ‘বুনো হাঁস’-এর মতও অন্য ধারার ছবিতে জুটি বেঁধেছেন শ্রাবন্তী। এই জুটি বরাবরই খুব প্রিয় বাংলা ছবির ভক্তদের কাছে।
দীর্ঘ ৭ বছর পার হয়ে গেলেও তাঁরা একসঙ্গে জুটি বাঁধেননি। স্বভাবতই দু’জনকে একসঙ্গে পর্দায় দেখতে উদগ্রীব ভক্তরা।
যদিও প্রযোজক-অভিনেতা দেবের কিশমিশ ছবিতে একটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল শ্রাবন্তীকে।
আপতত ব্যোমকেশ নিয়ে ব্যস্ত দেব। পুজোর আগেই মুক্তি পেতে পারে এই ছবি। দেব জানালেন ছবির শ্যুটিং শেষ হলেই মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তিনি।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

