টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। শুটিংয়ের ফাঁকে মাঝেমধ্যেই অনুরাগীদের জন্য নতুন নতুন ছবি শেয়ার করেন। এতে যে সবসময় প্রশংসাই মেলে এমনও কিন্তু নয়। কখনও সমালোচনার মুখেও পড়তে হয় এই অভিনেত্রীকে। যদিও বিষয়গুলো নিয়ে বরাবরই চুপ থেকেছেন তিনি।
ক্যারিয়ারের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও সব সময় চর্চায় থাকেন শুভশ্রী। শ্যটিং সামলে সব সময় তিনি চেষ্টা করেন একমাত্র সন্তান ইউভানকে সময় দিতে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করেছেন শুভশ্রী। কিন্তু ছবিগুলো প্রকাশের পরেই নেটিজেনদের তোপের মুখে পড়েছেন অভিনেত্রী। অনেকেই তার মুখে সার্জারি করানো নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ সরাসরি বলেছেন, ‘সার্জারি করিয়ে মুখটা নষ্ট করে ফেলেছেন।’
কেউ মন্তব্য করছেন আগেই দেখতে সুন্দর ছিলেন অভিনেত্রী। সার্জারির পর এখন আর আগের মতো দেখতে নেই।
কয়েকদিন আগেই শুভশ্রীর ৩৩ বছরের জন্মদিন ছিল। তিনি অন্তঃসত্ত্বা। তাই ঘরোয়া ভাবেই জন্মদিন পালিত হয়েছে তাঁর। নায়িকা ছবি দিতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে মারাত্মক ট্রোলিং। তাঁদের সকলেরই প্রায় অভিযোগ, মুখ ঠিক রাখার জন্য বোটক্স ও ঠোঁট পুরু দেখানোর জন্য লিপ সার্জারি বা লিপ জব করিয়েছেন তিনি।
এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে শুভশ্রী বোটক্স নিয়ে মুখ খুলেছেন। প্রশ্ন করতেই বলেছেন, ‘যদি করিয়েও থাকি, কার কী এসে যায়’?
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন