আংটি বদল থেকে শুরু করে গায়েহলুদ, বিয়ে সবকিছুতেই দারুণ চমক দেখিয়েছিলেন টলিউডের রাজ-শুভশ্রী দম্পতি। তাঁদের ছোট্ট সন্তান ইউভানকে নিয়ে সুখী পরিবার। কিন্তু এর মধ্যেই রাজ ও শুভশ্রী দিল নতুন খবর।
মঙ্গলবার রাজ চক্রবর্তীকে ট্যাগ করে ইনস্টাগ্রামে ইউভানের ছবি আপলোড করেন শুভশ্রী। ক্যাপশনে লেখেন, ‘ইউভান ইজ প্রোমোটেড টু বিগ ব্রাদার।’
বাংলায় যার অর্থ, ‘ইউভানের পদোন্নতি হল। এইবার বড় ভাই হতে চলেছে ছোট্ট ইউভান। তাঁর পরনে ছিল সাদা রঙের টিশার্ট। যেখানে বড় বড় অক্ষরে লেখা ছিল, ‘বিগ ব্রাদার।’
সন্তান সম্ভাবনা স্ত্রীকে নিয়ে রাজের উচ্ছ্বাসেরও শেষ নেই। মাঝের মধেই শুভশ্রীর প্রশংসা করে ইনস্টাগ্রামে বিভিন্ন পোস্ট শেয়ার করেন রাজ। সংসারের বিভিন্ন অনুভূতির কথাও প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায়।
মৌনী রায়, সৌমিতৃষা কুণ্ডু, শ্রাবন্তী সকলেই সোশ্যাল মিডিয়াতেই শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী ও রাজকে।
পড়ুন: ফের প্রাণনাশের হুমকি সালমনকে, গ্যাংস্টার গোল্ডি কী জানালেন?
অভিনেত্রীর কাছ থেকে এই সুখবর পেয়ে উচ্ছ্বসিত নেটপাড়া। রাজ-শুভশ্রীর অনুরাগীরাও বেজায় খুশি। কেউ লিখেছেন, ‘দুর্দান্ত খবর।’ কারও মন্তব্য, ‘সত্যিই খুব ভালো খবর পেলাম। অনেক অনেক অভিনন্দন আপনাদের।’
২০১৮ সালের মে মাসে পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেন অভিনেত্রী৷ তার পর করোনা পরিস্থিতির সময়ে প্রথম বার মা হওয়ার কথা ঘোষণা করেন শুভশ্রী। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর ইউভানের জন্ম হয়।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন