Home রাজ্য দঃ ২৪ পরগনা পরিবেশ রক্ষার বার্তা নিয়ে সাইকেলে সাড়ে ৩ হাজার কিলোমিটার! বাড়ি ফিরলেন জয়নগরের...

পরিবেশ রক্ষার বার্তা নিয়ে সাইকেলে সাড়ে ৩ হাজার কিলোমিটার! বাড়ি ফিরলেন জয়নগরের যুবক

দূষণমুক্ত পৃথিবী ও জীব বৈচিত্র্য রক্ষার স্বার্থে প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার রাস্তা সাইকেলে অতিক্রম করেন।

0
জনয়গরে ফিরলেন রামপ্রসাদ নস্কর। ছবি: উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: পৃথিবীকে দূষণমুক্ত করতে সাইকেলে চড়ে পরিবেশ বান্ধবের বার্তা দিলেন জয়নগরের এক ব্যক্তি। আন্তর্জাতিক সাইকেল চালক ওড়িশায় দূষণমুক্ত পৃথিবী গড়ার লক্ষ্যে সাইকেল যাত্রা করে পরিবেশ বার্তা দিয়ে জয়নগরের বাড়িতে ফিরলেন মঙ্গলবার।

প্রতিবেশী দেশ বাংলাদেশ, নেপাল এবং ভারতের বিভিন্ন রাজ্যে দূষণমুক্ত পৃথিবী গড়ার লক্ষে সাইকেলে যাত্রা করেন। ওড়িশায় বিভিন্ন জেলায় সাইকেল যাত্রা করেন তিনি। সাইকেল চালকের নাম রামপ্রসাদ নস্কর (৩৮)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর থানার অন্তর্গত রাজাপুর করাবেগ অঞ্চলে।

আরও পড়ুন: পরিবেশ বাঁচাতে সাইকেলে করে কেদারনাথ ঘুরে এসেছেন সুন্দরবনের ৩ যুবক, লক্ষ্য বৃক্ষরোপণ

মঙ্গলবার বাড়ি ফিরে রামপ্রসাদ বলেন, গত ২২ মে ওড়িশার ৩০টি জেলার দূষণমুক্ত পৃথিবী গড়ার লক্ষে সাইকেল নিয়ে রওনা দিয়েছিলেন তিনি। তাঁর কথায়, “দূষণমুক্ত পৃথিবী গড়ার ডাকে বিভিন্ন দেশে, ভারতের বিভিন্ন রাজ্যের মানুষকে সচেতন করার লক্ষ্যে ঘুরে বেড়াই সাইকেল নিয়ে”।

এর আগে ভারতের পার্শ্ববর্তী দেশ নেপাল, বাংলাদেশে গিয়েছিলেন সুন্দরবনকে রক্ষা করার জন্য। এ বারে ওড়িশারর ৩০টি জেলায় দূষণমুক্ত পৃথিবী ও জীব বৈচিত্র্য রক্ষার স্বার্থে প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার রাস্তা সাইকেলে অতিক্রম করেন।

রামপ্রসাদ জানান, ১৯৯৫ সাল থেকে তিনি সাইকেল চালান। সাইকেলে ছাড়া অন্য কোনো গাড়িতে এখনও ওঠেননি। সাইকেল নিয়েই সব সময় যাতায়াত করেন রামপ্রসাদ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version