Homeবিনোদনএক্স (টুইটার) অ্যাকাউন্ট স্থায়ীভাবে সাসপেন্ড, দাবি স্বরা ভাস্করের

এক্স (টুইটার) অ্যাকাউন্ট স্থায়ীভাবে সাসপেন্ড, দাবি স্বরা ভাস্করের

প্রকাশিত

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে স্বরা ভাস্কারের এক্স অ্যাকাউন্ট স্থায়ীভাবে সাসপেন্ড

ভারতের বলিউড অভিনেত্রী ও সমাজকর্মী স্বরা ভাস্কারের এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্ট স্থায়ীভাবে সাসপেন্ড করা হয়েছে। অভিযোগ, তিনি কপিরাইট লঙ্ঘন করেছেন। তবে স্বরা এই সিদ্ধান্তকে “অযৌক্তিক ও ভিত্তিহীন” বলে আখ্যা দিয়েছেন।

স্বরা ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েছেন, “আমার দুটি টুইট কপিরাইট লঙ্ঘনের অভিযোগে সরানো হয়েছে, যার ভিত্তিতে আমার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এতে কোনো কপিরাইট লঙ্ঘন হয়নি।”

কোন পোস্টগুলিকে কপিরাইট লঙ্ঘন বলা হয়েছে?

স্বরা দাবি করেছেন, তাঁর দুটি পোস্টের কারণে এই শাস্তি দেওয়া হয়েছে—

১. প্রথম পোস্টে একটি কমলা রঙের ব্যাকগ্রাউন্ডসহ একটি ছবি ছিল, যেখানে লেখা ছিল “গান্ধী, আমরা লজ্জিত, তোমার হত্যাকারীরা বেঁচে আছে”। স্বরা জানিয়েছেন, এই স্লোগানটি বহুদিন ধরে ভারতীয় প্রগতিশীল আন্দোলনে ব্যবহৃত হয়ে আসছে এবং এটি কোনোভাবেই কপিরাইটযুক্ত হতে পারে না।

২. দ্বিতীয় পোস্টে তাঁর নিজের সন্তানের একটি ছবি ছিল (যেখানে সন্তানের মুখ ঢাকা ছিল), আর সেখানে লেখা ছিল “হ্যাপি রিপাবলিক ডে ইন্ডিয়া”। স্বরা প্রশ্ন তুলেছেন, “আমার নিজের সন্তানের ছবির উপর কার কপিরাইট থাকতে পারে?”

মতপ্রকাশের স্বাধীনতায় বাধা?

স্বরা ভাস্কার মনে করেন, তার টুইটগুলো হয়তো পরিকল্পিতভাবে রিপোর্ট করা হয়েছে, যাতে তাকে হয়রানি করা যায় এবং তার মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করা হয়।

তিনি এক্স কর্তৃপক্ষকে তার অ্যাকাউন্ট পুনরায় চালু করার অনুরোধ জানিয়ে লিখেছেন, “আমি অনুরোধ করবো এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক এবং আমার অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হোক।”

বিতর্কের আগেও সরব ছিলেন স্বরা

স্বরা ভাস্কার বরাবরই রাজনৈতিক ও সামাজিক বিষয়ে সোচ্চার ছিলেন। তাঁর এই স্পষ্টবাদিতা তাঁকে একদিকে যেমন জনপ্রিয় করেছে, অন্যদিকে তীব্র সমালোচনার মুখেও ফেলেছে।

বর্তমানে তিনি বিয়ের পর অভিনয় থেকে বিরতি নিয়ে মাতৃত্বের সময় উপভোগ করছেন। তবে এক্স কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের উপস্থিতির ওপর বড় ধাক্কা দিল।

স্বরা ভাস্কারের অ্যাকাউন্ট কি পুনর্বহাল হবে? মতপ্রকাশের স্বাধীনতা কি সোশ্যাল মিডিয়ায় সঠিকভাবে সংরক্ষিত হচ্ছে? আপনার মতামত জানান কমেন্টে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

ED সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে, অবৈধ বেটিং অ্যাপ প্রচারের অভিযোগ

অবৈধ বেটিং অ্যাপের প্রচারের অভিযোগে ইডির সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে। আগামী ১৬ সেপ্টেম্বর তাঁকে হাজিরা দিতে হবে। বলিউড, দক্ষিণী তারকার পর এবার টলিউডে আইনি ঝড়।

‘ওরা শুধু বাঁচতে চাইছে’ মুম্বইয়ের প্রতিবাদ মঞ্চে যোগ দিয়ে প্যালেস্টাইনের পক্ষে সরব স্বরা ভাস্কর

অভিনেত্রী স্বরা ভাস্কর মুম্বইয়ে প্যালেস্টাইন সমর্থনকারী বিক্ষোভে যোগ দিলেন। ইজরায়েলকে অভিযুক্ত করে বললেন, ‘প্যালেস্টাইনি জনগণ কেবল বাঁচতে চাইছে।’

প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার, ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও অমর

৯১ বছর বয়সে প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার। ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও দর্শকদের মনে অমলিন। থানের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।