Homeবিনোদনএক্স (টুইটার) অ্যাকাউন্ট স্থায়ীভাবে সাসপেন্ড, দাবি স্বরা ভাস্করের

এক্স (টুইটার) অ্যাকাউন্ট স্থায়ীভাবে সাসপেন্ড, দাবি স্বরা ভাস্করের

প্রকাশিত

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে স্বরা ভাস্কারের এক্স অ্যাকাউন্ট স্থায়ীভাবে সাসপেন্ড

ভারতের বলিউড অভিনেত্রী ও সমাজকর্মী স্বরা ভাস্কারের এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্ট স্থায়ীভাবে সাসপেন্ড করা হয়েছে। অভিযোগ, তিনি কপিরাইট লঙ্ঘন করেছেন। তবে স্বরা এই সিদ্ধান্তকে “অযৌক্তিক ও ভিত্তিহীন” বলে আখ্যা দিয়েছেন।

স্বরা ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েছেন, “আমার দুটি টুইট কপিরাইট লঙ্ঘনের অভিযোগে সরানো হয়েছে, যার ভিত্তিতে আমার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এতে কোনো কপিরাইট লঙ্ঘন হয়নি।”

কোন পোস্টগুলিকে কপিরাইট লঙ্ঘন বলা হয়েছে?

স্বরা দাবি করেছেন, তাঁর দুটি পোস্টের কারণে এই শাস্তি দেওয়া হয়েছে—

১. প্রথম পোস্টে একটি কমলা রঙের ব্যাকগ্রাউন্ডসহ একটি ছবি ছিল, যেখানে লেখা ছিল “গান্ধী, আমরা লজ্জিত, তোমার হত্যাকারীরা বেঁচে আছে”। স্বরা জানিয়েছেন, এই স্লোগানটি বহুদিন ধরে ভারতীয় প্রগতিশীল আন্দোলনে ব্যবহৃত হয়ে আসছে এবং এটি কোনোভাবেই কপিরাইটযুক্ত হতে পারে না।

২. দ্বিতীয় পোস্টে তাঁর নিজের সন্তানের একটি ছবি ছিল (যেখানে সন্তানের মুখ ঢাকা ছিল), আর সেখানে লেখা ছিল “হ্যাপি রিপাবলিক ডে ইন্ডিয়া”। স্বরা প্রশ্ন তুলেছেন, “আমার নিজের সন্তানের ছবির উপর কার কপিরাইট থাকতে পারে?”

মতপ্রকাশের স্বাধীনতায় বাধা?

স্বরা ভাস্কার মনে করেন, তার টুইটগুলো হয়তো পরিকল্পিতভাবে রিপোর্ট করা হয়েছে, যাতে তাকে হয়রানি করা যায় এবং তার মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করা হয়।

তিনি এক্স কর্তৃপক্ষকে তার অ্যাকাউন্ট পুনরায় চালু করার অনুরোধ জানিয়ে লিখেছেন, “আমি অনুরোধ করবো এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক এবং আমার অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হোক।”

বিতর্কের আগেও সরব ছিলেন স্বরা

স্বরা ভাস্কার বরাবরই রাজনৈতিক ও সামাজিক বিষয়ে সোচ্চার ছিলেন। তাঁর এই স্পষ্টবাদিতা তাঁকে একদিকে যেমন জনপ্রিয় করেছে, অন্যদিকে তীব্র সমালোচনার মুখেও ফেলেছে।

বর্তমানে তিনি বিয়ের পর অভিনয় থেকে বিরতি নিয়ে মাতৃত্বের সময় উপভোগ করছেন। তবে এক্স কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের উপস্থিতির ওপর বড় ধাক্কা দিল।

স্বরা ভাস্কারের অ্যাকাউন্ট কি পুনর্বহাল হবে? মতপ্রকাশের স্বাধীনতা কি সোশ্যাল মিডিয়ায় সঠিকভাবে সংরক্ষিত হচ্ছে? আপনার মতামত জানান কমেন্টে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

সোনালী সহ ৬ জনকে বাংলাদেশে থেকে ফেরানো নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেন্দ্র

কলকাতা হাইকোর্টের রায়ে সুনালি খাতুন ও আরও পাঁচজনকে বাংলাদেশ থেকে ফেরানোর নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে কেন্দ্র। গর্ভবতী সুনালি ও দুই শিশুসন্তানসহ পরিবারের দুরবস্থা নিয়ে আলোড়ন।

শাহবাজের দুর্দান্ত প্রত্যাবর্তন, রঞ্জি ট্রফির ম্যাচে গুজরাতকে চাপে ফেলল বাংলা

কলকাতা: পাঁচ মাসের বিরতির পর চোটমুক্ত হয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন বাংলার শাহবাজ আহমেদ। ডান...

বাংলায় শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, সোমবারই ঘোষণা কমিশনের — ১ নভেম্বর থেকে ঘরে ঘরে বিএলও

নির্বাচন কমিশন সোমবার ঘোষণা করবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর দিনক্ষণ। পশ্চিমবঙ্গ-সহ ১৫টি রাজ্যে মঙ্গলবার থেকেই কাজ শুরু। ১ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও।

অস্ত্র-সহ আলফা (স্বাধীন)-এর সদস্য গ্রেফতার, উদ্ধার আরপিজি ও বিপুল গোলাবারুদ

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: নিরাপত্তাবাহিনীর হাতে আবার ধরা পড়ল আলফা (স্বাধীন) সংগঠনের এক দুর্ধর্ষ ক্যাডার।...

আরও পড়ুন

শাহরুখ খানের ৬০তম জন্মদিন উপলক্ষ্যে শুরু হচ্ছে দুই সপ্তাহব্যাপী ‘শাহরুখ খান ফিল্ম ফেস্টিভ্যাল’

খবর অনলাইন ডেস্ক: বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান এবার ভক্তদের জন্য নিয়ে আসছেন এক...

শতবর্ষে স্মরণ অভিনেতা সন্তোষ দত্তকে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী

‘জটায়ু’-খ্যাত অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। নাতি পি রাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরল ছবি ও স্মারক সামগ্রী উৎসব আয়োজকদের সঙ্গে ভাগ করবেন।

আনন্দের মাঝেই শোক, দীপাবলীর রাতে না ফেরার দেশে বর্ষীয়ান অভিনেতা আসরানি

দীপাবলীর আনন্দের মধ্যেই শোকস্তব্ধ বলিউড। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ও কৌতুকশিল্পী আসরানি। বয়স হয়েছিল ৮৪ বছর। শোলে-র জেলর চরিত্রে আজও অমর তিনি।