Homeবিনোদনএখনও বেপাত্তা ‘তারক মেহতা…’র অভিনেতা গুরুচরণ সিং, পুলিশের সন্দেহ ‘উধাও’ হওয়ার ছক...

এখনও বেপাত্তা ‘তারক মেহতা…’র অভিনেতা গুরুচরণ সিং, পুলিশের সন্দেহ ‘উধাও’ হওয়ার ছক নিজেই কষেছিলেন

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: জনপ্রিয় টিভি সিরিয়াল ‘তারক মেহতা কা উলটা চশমা’র এক অত্যন্ত জনপ্রিয় কমেডি চরিত্র রোশন সিং সোধি। সেই সোধির চরিত্রে অভিনয় করে সিরিয়াল-দর্শকদের কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিলেন গুরুচরণ সিং। গত ২২ এপ্রিল থেকে সেই গুরুচরণ সিং বেপাত্তা। আজ ১২-১৩ দিন পরেও তাঁর খোঁজ মেলেনি। পুলিশের সন্দেহ, গুরুচরণ নিজেই ছক কষে ‘উধাও’ হয়েছেন এবং দিল্লি ছেড়ে চলে গিয়েছেন। দিল্লি পুলিশের সূত্র উদ্ধৃত করে এই খবর দিয়েছে ‘নিউজ ১৮’ (News 18)।

গত ২২ এপ্রিল থেকে নিখোঁজ অভিনেতা গুরুচরণ সিং। দিল্লি বিমানবন্দরে তাঁকে শেষ দেখা গিয়েছিল।

পুলিশ জানিয়েছে, অভিনেতা দিল্লির পালাম অঞ্চলে তাঁর ফোনটি ফেলে চলে গিয়েছেন। ফলে তাঁকে খুঁজে বের করার জন্য যে তদন্ত চলছে, তা কঠিন হয়ে গিয়েছে।

পুলিশ কী বলছে

পুলিশের সূত্র উদ্ধৃত করে ‘নিউজ ১৮’ বলেছে, “যে সিসিটিভি ফুটেজ পুলিশ পুনরুদ্ধার করেছে, তা থেকে দেখা যাচ্ছে অভিনেতা একটা ই-রিকশা থেকে আরেকটা ই-রিকশায় উঠছেন। দেখে মনে হচ্ছে, সব কিছুই তাঁর পরিকল্পনা করা এবং তিনি দিল্লির বাইরে চলে গিয়েছেন।”

সিসিটিভি ফুটেজে ধরা ছবির কথা জানিয়ে দিল্লি পুলিশ আগে বলেছিল, ২২ এপ্রিল দিল্লি বিমানবন্দরের কাছে অভিনেতাকে শেষ দেখা গিয়েছিল। সঙ্গে ছিল একটা ব্যাকপ্যাক। মুম্বইগামী উড়ান ধরার জন্য অভিনেতা বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। তবে তিনি মুম্বই যাননি, বাড়িতেও ফিরে আসেননি।

অভিনেতার এভাবে উধাও হয়ে যাওয়ার ঘটনায় তাঁর বাবা খুব ভেঙে পড়েন। তিনি বেপাত্তা হয়ে যাওয়ার চার দিন পর দিল্লি পুলিশের কাছে ছেলের নিখোঁজ হওয়ার জন্য ডায়েরি করেন। ২৭ এপ্রিল দিল্লি পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩৬৫ ধারামতে এফআইআর দায়ের করে।

দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের কাছে আর্জি

যে দিন থেকে গুরুচরণ সিং নিখোঁজ হয়ে রয়েছেন, সে দিন থেকে তাঁর ফোনও পাওয়া যাচ্ছে না। অভিনেতার উধাও হয়ে যাওয়ার ঘটনা নিয়ে তদন্তের কাজ দ্রুত সম্পন্ন করতে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুরেশ শ্যামল গুপ্ত ২৮ এপ্রিল দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনাই কুমার সাক্সেনার কাছে আবেদন জানান।

দক্ষিণ পশ্চিম দিল্লির ডিসিপি রোহিত মিনা গত সপ্তাহে জানান, অভিনেতার নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা নিয়ে তদন্ত করতে গত সপ্তাহে একটি টিম গঠন করা হয়েছে। মিনাকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই বলেছে, “গুরুচরণের পরিবার একটি অভিযোগ দায়ের করেছে। তাতে বলা হয়েছে, তিনি ২২ এপ্রিল থেকে নিখোঁজ। তাঁর মুম্বই যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি যাননি। আমরা ভারতীয় দণ্ডবিধির ৩৬৫ ধারামতে একটি মামলা নথিভুক্ত করেছি। গোটা ঘটনাটি নিয়ে তদন্ত করার জন্য আমরা একটি টিমকে দায়িত্ব দিয়েছি। আমাদের প্রযুক্তি টিমও এই ঘটনা নিয়ে কাজ করছে। যেখানে তাঁকে নিজে নিজে হাঁটতে দেখা গিয়েছে, সেই অঞ্চলের সিসিটিভি ফুটেজ নিয়ে আমরা কাজ করে চলেছি।”  

আরও পড়ুন

নিখোঁজ ‘তারক মেহতা’ খ্যাত গুরুচরণ সিং শীঘ্রই বিয়ে করতেন, অভিনেতা আর্থিক সংকটেও পড়েছিলেন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

৬ নভেম্বর শুরু ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’ উদ্বোধনী ছবি

আলো, ক্যামেরা, অ্যাকশন— ফের চলচ্চিত্র উৎসবের শহর হয়ে উঠছে কলকাতা। আগামী ৬ নভেম্বর থেকে...

WhatsApp-এ স্টোরেজ ম্যানেজমেন্ট এবার আরও সহজ! চ্যাট স্ক্রিন থেকেই বড় ফাইল ডিলিটের নতুন ফিচার

WhatsApp ব্যবহারকারীদের জন্য এল নতুন স্টোরেজ ম্যানেজমেন্ট ফিচার। এখন চ্যাট ইনফো স্ক্রিন থেকেই বড় ভিডিও ও ফাইল সহজে ডিলিট করুন। জানুন কীভাবে কাজ করবে এই নতুন আপডেট।

SIR ঘোষণা হতেই ফের এনআরসি আতঙ্ক! আগরপাড়ায় আত্মঘাতী প্রৌঢ়, মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিক্রিয়া

আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রদীপ কর। ঘটনাস্থলে পুলিশ কমিশনার। মুখ্যমন্ত্রীর তীব্র ক্ষোভ— “বাংলা এনআরসি মানবে না।”

আরও পড়ুন

৬ নভেম্বর শুরু ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’ উদ্বোধনী ছবি

আলো, ক্যামেরা, অ্যাকশন— ফের চলচ্চিত্র উৎসবের শহর হয়ে উঠছে কলকাতা। আগামী ৬ নভেম্বর থেকে...

শাহরুখ খানের ৬০তম জন্মদিন উপলক্ষ্যে শুরু হচ্ছে দুই সপ্তাহব্যাপী ‘শাহরুখ খান ফিল্ম ফেস্টিভ্যাল’

খবর অনলাইন ডেস্ক: বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান এবার ভক্তদের জন্য নিয়ে আসছেন এক...

শতবর্ষে স্মরণ অভিনেতা সন্তোষ দত্তকে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী

‘জটায়ু’-খ্যাত অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। নাতি পি রাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরল ছবি ও স্মারক সামগ্রী উৎসব আয়োজকদের সঙ্গে ভাগ করবেন।