৯০ এর দশকের কাশ্মীরি পণ্ডিতদের নৃশংসতার ওপর বানানো ‘দ্য কাশ্মীর ফাইলস’ এর ফলে পুরো ভারত জানতে পেরেছে ঠিক কি হয়েছিল কাশ্মীরে। গোটা দেশের মানুষ ক্ষোভে ফুঁসছে এই সত্য গোপনের জন্য।
এমন পরিস্থিতিতে দ্য কাশ্মীর ফাইলসের পর এইবার কেরালার মেয়েদের ওপর ঘটে যাওয়া অপরাধকে বিশ্বের সামনে আনতে চলেছেন প্রযোজক বিপুল শাহ। যার জন্য তিনি তৈরি করেছেন ‘দ্য কেরালা স্টোরি’ নামের একটি ছবি।
সম্প্রতি প্রকাশ হয়েছে ‘দ্য কেরালা স্টোরি’ এর ট্রেলার। টানটান উত্তেজনায় পূর্ণ ১ মিনিট ১০ সেকেন্ডের টিজারে দেখা যাচ্ছে যে ঘড়ির কাঁটা হঠাৎ ১২ টায় থেমে যায় এবং তার পরে স্ক্রিনে একটি প্রশ্ন আসে যে আপনার মেয়ে যদি মাঝরাতে বাড়িতে না পৌঁছায় তবে আপনার কেমন লাগবে?
বিপুল আম্রুতলাল শাহের প্রযোজনায় তৈরি এই ছবির টিজার মুক্তির পর থেকেই বিতর্কের মুখে পড়েছিল। ছবিতে অভিনয় করেছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি, সিদ্ধি আদানির মতো অভিনেতারা।
পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরল স্টোরি’ ছবি ঘিরে তুমুল বির্তক শুরু হয় কেরলে। কেরলের ডিজিপি অনিলকান্ত তিরুঅনন্তপুরমের পুলিশ কমিশনার স্পারজন কুমারকে ছবিটির টিমের বিরুদ্ধে এফআইআর রেজিস্টার করারও নির্দেশ দেন। ছবিটি মুক্তি পাবে মে মাসের ৫ তারিখ। হিন্দি, তামিল তেলগু ও মালয়ালাম ভাষায় মুক্তি পাবে এই ছবিটি।
‘দ্য কাশ্মীর ফাইলস’ -এর মুক্তির পর, দেশ জুড়ে কাশ্মীরে ঘটে যাওয়া নির্মম ঘটনার প্রতিবাদের মাঝেই মধ্যে দ্রুত ভাইরাল হচ্ছে ‘দ্য কেরালা স্টোরি’ এর ট্রেলার। ছবিতে ইসলামী আইএসআইএস সন্ত্রাসীদের দ্বারা ১০ বছরের মধ্যে ৩২ হাজার মেয়ে অপহরণ ও পাচারের চিত্র দেখানো হয়েছে।
দ্য কাশ্মীর ফাইলস’ এবং এরপর ‘দ্য কেরালা স্টোরি’ টিজার মুক্তি পাওয়ার পর এইবার সত্য ঘটনা অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের প্রযোজক ও পরিচালকরা এইবার দেশের মানুষের কাছে সত্য তুলে ধরার চেষ্টা করছেন।
ভিডিও- ইউটিউব
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

