Home বিনোদন বলিউডের ’ময়দানে’ জায়গা করে নিলেন রুদ্রনীল ঘোষ

বলিউডের ’ময়দানে’ জায়গা করে নিলেন রুদ্রনীল ঘোষ

টলিউডে অভিনয়ের দক্ষতায় হাত তিনি অনেক দিন আগেই পাকিয়ে ফেলেছেন। কিন্তু এইবার বলিউডেও নিজের জায়গাটা বেশ শক্ত ভাবে পাকাপাকি করতে চলেছেন। সবধরনের অভিনয়েই তিনি যে সাবলীল তা খুব ভালোভাবে বুঝিয়ে দেন রুদ্রনীল ঘোষ।

ছবির নাম ‘ময়দান’। এই ছবিতে এক বিশেষ ভূমিকায় দেখা যাবে রুদ্রনীল ঘোষকে।  ‘ময়দান’ এর হাত ধরেই বলিপাড়ায় পা রাখলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ।

এই ‘ময়দান’ ছবিটি প্রাক্তন ফুটবলার সৈয়দ আবদুল রহিমের জীবনী নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। এই ছবির পরিচালনা করছেন অমিত রবীন্দ্রনাথ শর্মা। এই ছবি মুক্তি পাবে চলতি বছর ২৩ জুন।

রুদ্রনীল ঘোষ জানিয়েছেন, ‘অজয় দেবগণের মতো একজন এত বড় মাপের অভিনেতার সঙ্গে অত্য়ন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে নির্বাচিত হওয়া অবিশ্বাস্য় ছিল। বাংলা ছবির দর্শক যদি আমাকে আর্শীবাদ না করতেন,তবে এত জন অভিনেতার মধ্য়ে অডিশন দিয়ে নির্বাচিত হওয়া সম্ভব ছিলনা। এই ছবির জন্য প্রতীক্ষা শুরু হয়েছিল ২০১৯ সাল থেকেই। ‘ময়দান’ এর শ্য়ুটিং ৭০ শতাংশ হবার পরই শুরু হয়ে যায় লকডাউন। ছবির কলাকুশলীদের মন খারাপ হয়ে যায়। বিপুল অর্থ ব্য়য় করে তৈরি হওয়া সেটটি দীর্ঘ লকডাউনের জন্য নষ্ট হয়ে যায়। পোস্ট কোভিড অনুমতি নিয়ে ফের শুরু হয় শ্য়ুটিং। তাই দীর্ঘ প্রতিক্ষার পর ছবি মুক্তি ঘিরে একটা উত্তেজনা তো রয়েছেই।‘  

এছাড়া এই ছবিতেই মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অজয় দেবগণ। এই প্রথম ফুটবলারের ভুমিকায় দেখা যাবে অজয় দেবগণকে। এই ছবির পোস্টার আগেই প্রকাশিত হয়েছে। যেখানে লেখা রয়েছে ভারতীয় ফুটবলের স্বর্ণযুগ ১৯৫২-১৯৬২। কিন্তু এই ছবির টিজার ৩০ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার মুক্তি পেয়েছে।

ছবির প্রযোজক বনি কাপুর প্রকাশ্যেই জানিয়েছিলেন, যে বহু দিন থেকে তাঁর ইচ্ছে ছিল এই ছবি তৈরি করার। অবশেষে সেই পরিকল্পনা বাস্তবে রূপ নিল।

ছবি- ইন্সটাগ্রাম

খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version