অভিনেতা যশ দাশগুপ্ত অভিনয়ের সাথে এইবার পা রাখলেন আরও একটি নতুন অধ্যায়ে। যশ-নুসরতের জীবনে নতুন অধ্যায়, যাত্রা শুরু করল ‘ওয়াইডি ফিল্মস’।
প্রযোজনা সংস্থার সঙ্গে সঙ্গেই নতুন ছবির ঘোষণা ও লুক প্রকাশ। সোশ্যাল মিডিয়ায় তাঁদের প্রযোজনা সংস্থার প্রথম ছবি ‘মেন্টাল’-এর লুক শেয়ার করে নিলেন প্রযোজনা সংস্থার দুই মাথা, যশ দাশগুপ্ত ও নুসরত জাহান।
নতুন প্রযোজনা সংস্থা খুললেন যশ ও নুসরত ৷ ‘ওয়াইডি ফিল্মস’ নামে টলিউডে নতুন প্রযোজনা সংস্থায় আসতে চলেছে নতুন ছবিও ৷
বাবা যাদব পরিচালিত যশ-নুসরত অভিনীত পরবর্তী ছবি আসতে চলেছে ‘মেন্টাল’ ৷
তবে সম্ভবত ছেলে ঈশানের নামেই প্রযোজনা সংস্থার নামকরণ করেছেন যশ-নুসরত। যশকে এই ছবিতে এক পুলিশের ভূমিকায় দেখা যাবে। প্রযোজক-অভিনেতার ভাষায় বলতে হলে, ‘স্বভাবে নম্র হলেও মনের দিক থেকে অভিমানি। তবে শয়তানদের জন্য তিনি মেন্টাল।‘
পড়ুন: ‘বৈজু বাওরা-র’ বায়োপিক বানাচ্ছেন সঞ্জয় লীলা বনশালী, গুরুত্বপূর্ণ চরিত্রে আলিয়া
তবে এই খবরে ভক্তদের শুভেচ্ছা বার্তার থেকে বেশি ছিল কটাক্ষের বন্যা। শুভেচ্ছা জানালেও নুসরতের পোস্টে অনেকেরই মন্তব্য, ‘এই দুটোকে আর কেউ ফিল্ম করতে ডাকে না। তাই নিজেদের প্রোডাকশন হাউজে নিজেরাই হিরো হিরোইন হয়ে ফিল্ম করবে। আর সুপার ডুপার ফ্লপ হবে।’ কেউবা লিখলেন, ‘বিগ নিউজ অ্যালার্ট পড়ার পর ভেবেছিলাম বিয়ের নিউজ, তারপর পুরোটা পড়ে দেখলাম।’
মুম্বইবাসী বঙ্গকন্যা ‘নাগিন’ খ্যাত অভিনেত্রী সায়ন্তনী ঘোষকেও দেখা যাবে এই ছবিতে। পরিচালনায় থাকবে বাবা যাদব। যশ-নুসরতকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন