ছোট পর্দা থেকে সফর শুরু। ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালে ‘পাখি’-র চরিত্রে সকলের মন জয় করেছিলেন মধুমিতা সরকার। এরপর নিজের অভিনয় গুণে ও স্টানিং লুকের দাপটে সকলকে টপকে বড় পর্দায় হাজির হন তিনি। একের পর এক ছবির প্রস্তাব হাতে।
সোশ্যাল মিডিয়ায় বরাবরই মধুমিতা অ্যাক্টিভ। একের পর এক পোজ দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করা মাত্রই তা নেটিজেনদের নজর কাড়ছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রিল ভিডিও পোস্ট করে শিরোনামে উঠে এসেছেন মধুমিতা। ভি নেক পোশাকে তার রূপের ছটা যেন বেড়ে দ্বিগুণ হয়ে গেছে।
কখনও দাঁড়িয়ে কিংবা কখনও দুধ সাদা বিছানায় শুয়ে শরীরী উষ্ণতায় তিনি ভক্তদের পাগল করে দিয়েছেন।
এর আগে একটি পুরনো ফটোশুটের অদেখা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মধুমিতা। সবুজ ডিপ নেক শর্ট ড্রেসে চূড়ান্ত মোহময়ী দেখাচ্ছিল তাঁকে। অলস আবেদনময়ী ভঙ্গিতে ক্যামেরার সামনে তিনি পোজ দিয়েছিলেন। তার আগে একদম দেশি অবতারে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। লাল টুকটুকে শাড়ি, ব্লাউজ, নাকে বড় নথ, কপালে ছোট্ট লাল টিপ পড়ে ক্যামেরা বন্দি হয়েছিলেন মধুমিতা।
এই মুহূর্তে হাতে একগুচ্ছ কাজ রয়েছে মধুমিতার। চিনি ছবির সিক্যুয়েল ‘চিনি ২’-ছবির শুটিং শুরু করেছেন তিনি। সিক্যুয়েল ছবিতেও মুখ্য চরিত্রে রয়েছে মধুমিতা। এছাড়াও এই ছবিতে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী, সৌম্য মুখোপাধ্যায় এবং অপরাজিতা আঢ্য। আগেরবারের মতো মা ও মেয়ের চরিত্রে দেখা যাবে অপরাজিতা ও মধুমিতাকে। ভিন্ন সামাজিক স্তর থেকে উঠে আসা দুই স্বতন্ত্র ব্যক্তির জীবনধারা ফুটে উঠবে ছবিতে। মৈনাক ভৌমিক পরিচালিত চিনি ২ -ছবিতে অনেক টুইস্ট অপেক্ষা করছে। আপাতত চিনি ২- মুক্তির অপেক্ষায় দর্শক।
ছবি- ইন্সটাগ্রাম
খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন