বয়স যেন তাঁর বাড়ে না। ১৬ বছরে তিনি ঠিক যেমন ছিলেন এখনও ঠিক তাই। শরীরে এক ফোঁটাও অতিরিক্ত মেদ জমেনি। ছিমছিমে শরীর। কোমড় সেই আগের মতই সরু। মাখনের মত কোমল ত্বক। শাড়ি, সালোয়ার, বিকিনি যে পোশাকই তিনি পড়েন তাতেই যেন তিনি অনবদ্য।
টলিউডের ফ্যাশন ডিভা মনামী। অভিনয় থেকে নাচ বা গান, সবেতেই সমান পারদর্শী তিনি। বয়স তাঁর ৪০-এর কোঠায়। কিন্তু তাঁকে দেখে সে কথা বোঝা প্রায় অসম্ভব। নিজের বয়স ধরে রাখার অন্যতম নজির গড়েছেন মনামী।
২০ ফেব্রুয়ারি ছিল মনামির জন্মদিন। এই দিনটা পালন করার জন্য বিশেষ পরিকল্পনা করেছিলেন অভিনেত্রী। কালো মনোকিনিতে হট লুকে ধরা দিলেন টলি অভিনেত্রী মনামি ঘোষ। সোমবার তাঁর লুক ছিল বোল্ড অ্যান্ড বিউটিফুল। তিনি টেক্কা দিতে পারেন বি-টাউনের যে কোনও নায়িকাকে।
সূত্রের খবর, তিনি খোলসা করে কিছু না বললেও, জন্মদিন পালন করতে ব্যাঙ্ককে গিয়েছিলেন। সঙ্গে ছিল তার বিশেষ বন্ধু সৈকত বারুই।
ছোটপর্দা থেকে বড়পর্দা, ওয়েব সিরিজ সবেতেই তাঁর অনায়াস বিচরণ। এই মুহূর্তে তিনি সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘পদাতিক’-এ অভিনয় করছেন। যেই ছবিতে মৃণাল সেনের স্ত্রী গীতার চরিত্রে অভিনয় করছেন মনামী। আর মৃণালের চরিত্রে বাংলাদেশের চঞ্চল চৌধুরী।
ছবি ও ভিডিও- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।