Home বিনোদন হঠাৎ সৌমিতৃষার ভোলবদলের কারণ কী? নেটিজেনদের কী বক্তব্য?

হঠাৎ সৌমিতৃষার ভোলবদলের কারণ কী? নেটিজেনদের কী বক্তব্য?

ছোটপর্দার গন্ডি পেরিয়ে সৌমিতৃষা কুন্ডু পা রাখতে চলেছেন বড়পর্দায়। প্রথম ছবিতেই তাঁকে দেখা যাবে তারকা অভিনেতা দেবের বিপরীতে। কাজ চলছে 'প্রধান' ছবির। তারই প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। পোস্ট করলেন ছবি। 

0

ছোটপর্দার গন্ডি পেরিয়ে সৌমিতৃষা কুন্ডু পা রাখতে চলেছেন বড়পর্দায়। প্রথম ছবিতেই তাঁকে দেখা যাবে তারকা অভিনেতা দেবের বিপরীতে। কাজ চলছে ‘প্রধান’ ছবির। তারই প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। পোস্ট করলেন ছবি। 

 বেশ অনেকদিনই হয়ে গেল অভিনয় জগতে পা রেখেছেন তিনি। যেমন চোখ ধাঁধানো রূপ তেমনি বোল্ড ফিগার। পুরুষের বুকের ধুকপুকুনি বাড়াতে একেবারে সিদ্ধহস্ত হয়ে উঠেছেন সৌমিতৃষা। বোল্ড ফটোশুটে সোশ্যাল মিডিয়া মাতাচ্ছেন অভিনেত্রী।

পশ্চিমী আউটফিটে বোল্ড আন্দাজে সে একেবারে এক অন্য মিঠাই। যাঁকে আগে কখনও দেখেননি ভক্তরা। হলুদ রংয়ের ছোট্ট টিউব টপে উঁকি মারছে ক্লিভেজ। নীল স্কার্টে উন্মুক্ত পেট। খোলামেলা পোশাকের সঙ্গে কোঁকড়া চুল। সৌমিতৃষার নিউ লুক দেখে অবাক হয়ে গেছে নেট নাগরিকরা। মিঠাই রানির বোল্ড লুকে বারবার ঘুম কেড়ে নিচ্ছে ভক্তদের।

অভিজিৎ সেন পরিচালিত ও অতনু রায়চৌধুরী প্রযোজিত ছবি ‘প্রধান’-এ দেবের বিপরীতে দেখা যাবে সৌমিতৃষাকে। দেব ছাড়াও অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে র‍য়েছেন পরাণ ন্দ্যোপাধ্যায়। শীতের ছুটিতে মুক্তি পাবে পারিবারিক ছবি ‘প্রধান’। সম্প্রতি নতুন চরিত্রের জন্য লম্বা চুল কেটে ছোট করে ফেলেছেন সৌমিতৃষা।   

পড়ুন: মালাইকা ও অর্জুনের সম্পর্কে কি চিড় ধরল? সোশ্য়াল মিডিয়ায় কী ছবি পোস্ট করলেন অভিনেতা?

প্রসঙ্গত, ‘মিঠাই’ সম্প্রচারিত হওয়ার কয়েকদিনের মধ্যেই দর্শকদের মন ছুঁয়ে যায় এই সিরিয়াল। তবে মিষ্টি মেয়ের ভূমিকায় দেখা গেলেও, সৌমিতৃষা অভিনয় শুধু করেছিলেন নেতিবাচক চরিত্রে। ২০১৬ থেকে ২০১৮ সালে ‘এ আমার গুরুদক্ষিণা’ ধারাবাহিকে ঝিল্লি চরিত্রে অভিনয় করেন তিনি। সৌমিতৃষা নজরে আসতে শুরু করেন ‘কনে বৌ’-এ মুখ্য চরিত্র কলি সেনের ভূমিকায় অভিনয় করে। তবে ‘মিঠাই’-র মাধ্যমেই তিনি পৌঁছেছেন সাফল্যের শিখরে।  

ছবি- ইন্সটাগ্রাম

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version