Home বিনোদন শ্রাবন্তীর এই কঠিন পরিশ্রমের কারণ কী? কবে মুক্তি পাবে ‘দেবী চৌধুরানী’?

শ্রাবন্তীর এই কঠিন পরিশ্রমের কারণ কী? কবে মুক্তি পাবে ‘দেবী চৌধুরানী’?

টলি পাড়ার সুন্দরী সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ শ্রাবন্তী চট্টোপাধ্যায়। মাঝে মধ্যেই বিভিন্ন ব্যক্তিগত ছবি ও ভিডিও ভক্তদের জন্য শেয়ার করেন অভিনেত্রী। তবে আচমকা নতুন কিছু শেখার ইচ্ছার কথা তিনি নিজে সোশ্যাল মিডিয়ায় জানালেন।

0

টলি পাড়ার সুন্দরী সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ শ্রাবন্তী চট্টোপাধ্যায়। মাঝে মধ্যেই বিভিন্ন ব্যক্তিগত ছবি ও ভিডিও ভক্তদের জন্য শেয়ার করেন অভিনেত্রী। তবে আচমকা নতুন কিছু শেখার ইচ্ছার কথা তিনি নিজে সোশ্যাল মিডিয়ায় জানালেন।

শ্রাবন্তী চট্টোপাধ্যায় জানালেন, ‘কাজের প্রয়োজনে ঘোড়ায় চড়ার ট্রেনিং তাঁকে নিতে হচ্ছে। প্রথমে  একটু নার্ভাস লেগেছিল। কারণ এটা তো কোথাও ঘুরতে গিয়ে ঘোড়সওয়ারের মজা নেওয়ার মতো নয়। সিনেমার জন্য পারদর্শী ঘোড়সওয়ারের সমস্ত খুঁটিনাটি, কলা-কৌশল শিখতে হবে। ঘোড়ার সঙ্গে বেশ বন্ধুত্ব হয়ে গেছে আমার। ভয়টাও কেটেছে ধীরে ধীরে। আর আমার প্রথমদিনের পারফরম্যান্স দেখে প্রশিক্ষকও খুশি।‘

দেবী চৌধুরানী রূপে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। অন্যদিকে ভবাণী পাঠকের ভূমিকায় থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে অন্যান্য চরিত্রে কারা রয়েছেন, তা এখনও জানা যায়নি। 

পড়ুন: ফের কী সুখবর দিলেন দেব? কোথায় গেলেন প্রধান ছবির টিম শুটিংয়ে?

অভিনেতা ছাড়া, ক্যামেরা পিছনে থাকবে দেশের তাবড় শিল্পীরা। বলিউড অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশল, যিনি ভিকি কৌশলের বাবা, তাঁর সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছেন শুভ্রজিৎ। এই ছবিতে সন্ন্যাসী বিদ্রোহের উপর জোর দেওয়া হবে।

খবর অনুযায়ী, শুধু বাংলা নয়, মোট ৬টি ভাষায় মুক্তি পাওয়ার কথা ‘দেবী চৌধুরানী’। বর্তমানে জোড় কদমে চলছে প্রস্তুতি। 

প্রসঙ্গত, এর আগেও ‘দেবী চৌধুরানী’ নিয়ে কাজ হয়েছে বাংলা ছবিতে। দীনেন গুপ্তের পরিচালিত এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন সুচিত্রা সেন ও তার স্বামী ব্রজেশ্বর হয়েছিলেন রঞ্জিত মল্লিক। ভবানী পাঠক চরিত্রে দেখা গিয়েছিল বসন্ত চৌধুরীকে। সাহিত্য নির্ভর ছবি মানেই সেখানে অনেকটা ঝুঁকি থাকে। তার উপর ‘অভিযাত্রিক’ পরিচালনার পর শুভ্রজিতের ছবি ঘিরে সকলের প্রত্যাশা আরও অনেকগুণ বেশি। এখন দেখার এই ছবি কতটা সফল হয়। শোনা যাচ্ছে, সব ঠিক থাকলে ২০২৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দেবী চৌধুরানী’।

ভিডিও- ইন্সটাগ্রাম

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version